বরেন্দ্র অঞ্চলের প্রায় অর্ধ লক্ষ মানুষের সারা বছরের নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত করেছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) বাস্তবায়িত Extended Community Climate Change Project-Drought (ECCCP-Drought) প্রকল্প। প্রকল্পের আওতায় ২০২৫ সালে এ অঞ্চলের পানিসম্পদ ব্যবস্থাপনায় বড় ধরনের অগ্রগতি অর্জিত হয়েছে।
পিকেএসএফ জানায়, চলতি বছরে প্রকল্পের মাধ্যমে বরেন্দ্র অঞ্চলে ৭০টি পুকুর ও ২৫ কিলোমিটার খাল পুনঃখনন করা হয়েছে। এছাড়া ৫৫৮টি ছাদভিত্তিক Managed Aquifer Recharge (MAR) ব্যবস্থা স্থাপন করা হয়, যার মাধ্যমে ভূগর্ভে প্রায় ৪৫০০ ঘনমিটার বিশুদ্ধ পানি সংরক্ষণ সম্ভব হয়েছে।
একই সঙ্গে প্রায় ৬৫০০ প্রান্তিক কৃষককে খরা-সহিষ্ণু ফল ও ফসল চাষে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করা হয়েছে। ফলে বোরো মৌসুমে ভূগর্ভস্থ পানি ব্যবহার করে সেচ দেওয়ার প্রবণতা কমে এসেছে বলে জানিয়েছে সংস্থাটি।
এ তথ্য জানানো হয় সম্প্রতি পিকেএসএফ ভবনে আয়োজিত “প্রতিশ্রুতিপত্র চুক্তি স্বাক্ষর ২০২৫ ও অগ্রগতি পর্যালোচনা” শীর্ষক সভায়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের। স্বাগত বক্তব্য রাখেন সংস্থার উপব্যবস্থাপনা পরিচালক ড. ফজলে রাব্বি ছাদেক আহমাদ।
সভায় প্রকল্পের সহযোগী সংস্থাগুলোর নির্বাহী পরিচালক, ফোকাল পারসন ও সমন্বয়কারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১৮টি সহযোগী সংস্থার সঙ্গে নতুন অর্থবছর (২০২৫–২৬) বাস্তবায়নের জন্য অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়।
পিকেএসএফ সূত্র জানায়, বরেন্দ্র অঞ্চল জলবায়ু পরিবর্তনের কারণে দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। এ অঞ্চলের বার্ষিক বৃষ্টিপাত জাতীয় গড়ের তুলনায় প্রায় অর্ধেক, আর তাপমাত্রা বৃদ্ধির হার জাতীয় পর্যায়ের প্রায় আড়াই গুণ বেশি। উপরন্তু, ভূমির ঢালু গঠন ও এঁটেল মাটির কারণে বৃষ্টির পানি দ্রুত নেমে যায় এবং মাটিতে আর্দ্রতা ধরে রাখা সম্ভব হয় না। এর ফলে ভূগর্ভস্থ পানির স্তর ক্রমাগত নিচে নেমে যাচ্ছে।
এই সংকট মোকাবিলায় Green Climate Fund (GCF)-এর আর্থিক সহায়তায় পিকেএসএফ নওগাঁ, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় ECCCP-Drought প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পটির মূল লক্ষ্য হলো সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে খরা-পীড়িত জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি করা।
পিকেএসএফ কর্তৃপক্ষের মতে, প্রকল্পের এ অগ্রগতি বরেন্দ্র অঞ্চলের পানি নিরাপত্তা ও কৃষি টেকসইতায় নতুন দিগন্ত খুলে দিয়েছে।