ভারি বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি রোববার বিকেল ৩টায় বিপৎসীমার মাত্র ১ সেমি নিচে দাঁড়িয়েছে। দুপুর ১২টায় ছিল ১৫ সেমি, সকাল ৯টায় ৬৫ সেমি নিচে। বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরীণ ও উজানে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা; তিস্তা, ধরলা ও দুধকুমার বিপৎসীমা অতিক্রম করলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ড ৪৪টি জলকপাট খুলে পানি নিয়ন্ত্রণের চেষ্টা করছে এবং নদীতীরবর্তী বাসিন্দাদের আগাম সতর্ক করা হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, ধান-বাদাম-শাকসবজি চাষাবাদ চলছে তীরবর্তী এলাকায়; পানি ৩-৪ দিন স্থায়ী হলে ক্ষতির মুখে পড়বেন কৃষক। কর্তৃপক্ষ ক্ষতি মোকাবিলায় পরামর্শ ও সহায়তা দেওয়ার চেষ্টা করছে।