ড. মুহাম্মদ ইউনূস বিদেশে গিয়ে আওয়ামী লীগ ফেরানোর স্টেটমেন্ট দিয়ে সুশীল সাজার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বুধবার (১ অক্টোবর) বিকেলে আটোয়ারী উপজেলার রাধাঁনগড় ইউনিয়নের মালিগাঁও তেতুঁলতলায় সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, “জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে আমাদের আবার আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজপথে নামতে হয়। এটাই অন্তর্বর্তী সরকারের প্রথম ব্যর্থতা। তখন মানুষ দিনের পর দিন আন্দোলন করেছে, এমনকি যমুনা ঘেরাও পর্যন্ত হয়েছে। পরে রাজনৈতিক নিষিদ্ধের ধাপে যাওয়া হয়।”
তিনি অভিযোগ করেন, চাপের কারণে নির্বাচন কমিশন বৈষম্যমূলক আচরণ করছে। তার দাবি, এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়ার মধ্য দিয়ে কমিশন স্বেচ্ছাচারিতা করছে। সারজিস আলম বলেন, “অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে নির্বাচন কমিশন স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে কাজ না করে স্বেচ্ছাচারী আচরণ করছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি তাদের দ্বারা সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। যদি এ অবস্থা বহাল থাকে, তবে এনসিপি নির্বাচনে অংশগ্রহণে অনাস্থা জানাবে।”
এ সময় এনসিপি আটোয়ারী উপজেলা শাখার নেতাকর্মী ছাড়াও স্থানীয় সনাতনধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।