শারদীয় দুর্গোৎসবের প্রতি সম্মান জানিয়ে এবং প্রশাসনের ৮ দফা দাবি বাস্তবায়নের আশ্বাসে খাগড়াছড়িতে আগামী ৫ অক্টোবর পর্যন্ত সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করেছে জুম্ম ছাত্র-জনতা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
জুম্ম ছাত্র-জনতার পক্ষ থেকে মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সড়ক অবরোধ সাময়িকভাবে স্থগিত করা হলেও প্রশাসনের কাছে পেশ করা ৮ দফা দাবি নির্দিষ্ট সময়সীমার মধ্যে পূরণ না হলে তারা আবারও শান্তিপূর্ণ কঠোর কর্মসূচি গ্রহণ করবে।
উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর থেকে খাগড়াছড়ির একটি স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করে আসছিল জুম্ম ছাত্র-জনতা। অবরোধ চলাকালীন গত রোববার গুইমারা উপজেলায় এক সংঘর্ষে তিনজন নিহত হন এবং সেনাবাহিনী ও পুলিশের অন্তত ১৬ সদস্যসহ বেশ কয়েকজন আহত হন। এই পরিস্থিতিতে উত্তেজনা প্রশমনে প্রশাসনের পক্ষ থেকে জুম্ম ছাত্র-জনতার ৮ দফা দাবি বিবেচনার আশ্বাস দেওয়া হয়।