যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার মুখে পড়া টিকটককে বিক্রি না করেই নতুন সমাধান পেল চীনা প্রযুক্তি জায়ান্ট বাইটড্যান্স—অ্যালগোরিদম, ব্যবহারকারী-ডেটা ও কনটেন্ট মডারেশনের নিয়ন্ত্রণ ছেড়ে দিয়ে দেশটিতে সেবা চালিয়ে যাওয়ার পথ খুলেছে; একই সঙ্গে কোম্পানিটি ঘরোয়া বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণায় বড় বিনিয়োগের ঘোষণা দিয়েছে।
রয়টার্স—বাইটড্যান্স সূত্রের বরাতে জানা গেছে, “টিকটক ইউএস ডাটা সিকিউরিটি” নামের একটি স্বতন্ত্র সহায়ক প্রতিষ্ঠান গঠন করে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের হাতে এর ব্যবস্থাপনা তুলে দেওয়া হয়েছে। ফলে টিকটকের মূল অ্যাপ ও ব্র্যান্ডের মালিকানা বাইটড্যান্সের কাছেই থাকছে, তবে সুপারিশকারী অ্যালগোরিদম আপডেট, ব্যবহারকারী-তথ্য সংরক্ষণ ও কনটেন্ট নীতিমালা পরিচালনা করবে যুক্তরাষ্ট্রভিত্তিক নতুন বোর্ড—যাতে সিআইএ’র সাবেক প্রধান প্রযুক্তি কর্মকর্তা ও ওরাকেল-মাইক্রোসফটের সাবেক নির্বাহীরাও রয়েছেন।
নিয়ন্ত্রকদের শর্ত ছিল—চীনা আইনে গোপনীয়তা-সংশ্লিষ্ট তথ্য বিদেশে স্থানান্তরের বিধিনিষেধ মেনে চলতে হবে। বাইটড্যান্স তাই “অ্যালগোরিদম সার্ভিস এগ্রিমেন্ট” বাতিল করে দিয়ে মার্কিন অপারেশনে ওপেন-সোর্স রিকমেন্ডেশন ইঞ্জিন ব্যবহারের সিদ্ধান্ত নেয়, ফলে চীনা সার্ভারে কোনো ব্যবহারকারী-ডেটা যাচ্ছে না। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়া—“প্রযুক্তি রপ্তানি নিয়ন্ত্রণ আইন মেনে বাইটড্যান্সের সিদ্ধান্ত স্বাগতযোগ্য”—বলে জানিয়েছে বেইজিং।
অন্তর্ঘাতী চাপ কাজে লাগিয়ে বাইটড্যান্স এখন দেশে শক্তি ঢালছে এআইতে। প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে, ২০২৬ সালের মধ্যে ১০ বিলিয়ন ইউয়ান (প্রায় ১.৪ বিলিয়ন ডলার) বিনিয়োগ করে “ডাউনোভা” নামের নিজস্ব বড় ভাষা মডেলের ধারণক্ষমতা তিনগুণ বাড়াবে। গবেষকেরা বলছেন, টিকটক-সংকটের সমাধান কোম্পানিকে দুই ফ্রন্টেই লাভবান করেছে—বিদেশে সেবা চালু রেখে রাজস্ব ধারা অটুট রাখা এবং ঘরোয়া বাজারে এআই প্রতিযোগিতায় হুয়াওয়ে, আলিবাবার সঙ্গে পাল্লা দেওয়া।
সিএনএন ব্রেকিংভিউজ-এর টেক সম্পাদক রব সেইন বলেন, “বাধ্যতামূলক বিক্রয়ের হুমকি থেকে বাইটড্যান্স ‘লেমনেড’ তৈরি করে ফেলেছে; এখন দেখার বিষয়, এআই-নির্ভর বিজ্ঞাপন ও ক্লাউড সার্ভিসে তারা কতটা মুনাফা ছিনিয়ে নিতে পারে।” যুক্তরাষ্ট্রের বাইপার্টিসান কংগ্রেসনাল কমিটির এক সদস্য অবশ্য নতুন কাঠামোকে ‘মালিকানা-বিহীন নিয়ন্ত্রণ’ বলে আখ্যা দিয়ে আইনি পর্যালোচনার দাবি তুলেছেন; তবে বাইটড্যান্স জানিয়েছে, স্থানীয় ডেটা সার্ভারে তৃতীয়-পক্ষের অডিট ছাড়া কোনো পরিবর্তন সম্ভব নয়।