পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র ও স্থানীয় রাজনীতির আলোচিত ব্যক্তিত্ব মহিউদ্দিন আহম্মেদকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর ধানমন্ডি ৬ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়। গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মহিউদ্দিন আহম্মেদের বড় ভাই আবুল কালাম আজাদ। তিনি জানান, হঠাৎ খবর পান যে ডিবি পুলিশ মহিউদ্দিনকে আটক করেছে এবং মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তাঁর অভিযোগ, “মহিউদ্দিন আওয়ামী লীগ সরকারের সময়েও নির্যাতিত হয়েছেন। তাঁকে বিএনপি-জামাত ট্যাগ দিয়ে রাখা হয়েছিল। অথচ স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি দুইবার মেয়র নির্বাচিত হয়ে পৌরসভার ব্যাপক উন্নয়ন করেছেন।”
মহিউদ্দিন আহম্মেদ পটুয়াখালী শহরের মুসলিমপাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় শিক্ষানুরাগী ও ব্যবসায়ী পরিবারের সন্তান। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের পরাজিত করে দুইবার মেয়র নির্বাচিত হন। শুধু মেয়রই নন, তিনি দু’বার পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতির দায়িত্বও পালন করেছেন।
স্থানীয়দের অভিমত, মেয়র থাকাকালীন শহরের রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, বাজার উন্নয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তাই তাঁকে অনেকেই ‘শহরের উন্নয়নের রূপকার’ বলে আখ্যা দেন।
এদিকে গ্রেফতারের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেঈ তাঁর মুক্তির দাবি জানান, আবার কেউ কেউ আইনের প্রক্রিয়ার প্রতি সমর্থন জানিয়ে বলেন, ‘আইন সবার জন্য সমান’। ফেসবুক ও টিকটকে #মহিউদ্দিনআহম্মেদ #FreeMahiuddin হ্যাশট্যাগ ট্রেন্ডিং হতে দেখা গেছে।