টেলিকম যন্ত্রপাতি নির্মাতা সুইডিশ প্রতিষ্ঠান এরিকসন যুক্তরাজ্যের নতুন একীভূত অপারেটর ভোডাফোনথ্রির সঙ্গে আট বছর মেয়াদি ১.৩৩ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করেছে; প্রতিষ্ঠানটি দেশব্যাপী ৫জি র্যাডিও অ্যাকসেস নেটওয়ার্ক (র্যান) সরবরাহ ও মডার্নাইজেশনের কাজ করবে, যা এরিকসনের ইউরোপীয় বাজারে অবস্থান আরও দৃঢ় করবে।
সোমবার প্রকাশিত যৌথ বিবৃতিতে জানানো হয়, চুক্তির আওতায় এরিকসন ১২ হাজারের বেশি নতুন রেডিও সাইটে তার ‘এইর ৩২১৭’ ম্যাসিভ মাইমো অ্যান্টেনা ও ‘টাইম্ড ডুপ্লেক্স’ সফটওয়্যার স্থাপন করবে; ফলে ভোডাফোনথ্রি ২০৩০ সালের মধ্যে যুক্তরাজ্যের ৯৫ শতাংশ জনগোষ্ঠীকে ৫জি সেবা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে।
২০২৪ সালের ডিসেম্বরে ভোডাফোন ইউকে ও থ্রি ইউকে বিটেল রেগুলেটরের শর্ত মেনে ১৯ বিলিয়ন ডলারে একীভূত হয়; নতুন অপারেটরের নেটওয়ার্কে ২৭ মিলিয়ন গ্রাহক ও ১.১ মিলিয়ন SME ব্যবসা গ্রাহক রয়েছে। এরিকসনের প্রতিদ্বন্দ্বী নকিয়া আগে থ্রিকে এবং হুয়াওয়ে ভোডাফোনকে সরবরাহ করলেও, জাতীয় নিরাপত্তা ইস্যুতে হুয়াওয়ের যন্ত্রপাতি ২০২৭-এর মধ্যে সরিয়ে ফেলার সরকারি নির্দেশ রয়েছে।
এরিকসনের প্রধান নির্বাহী বোরজে একহোল্ম বলেন, ‘‘এই চুক্টি আমাদের ইউরোপীয় ৫জি বাজার হিস্যা ৪২ শতাংশে নিয়ে যাবে এবং ২০২৬-২৭ সালে আমাদের অপারেটিং মার্জিন ১.৫ শতাংশ বাড়াতে সহায়তা করবে।’’
ভোডাফোনথ্রির চিফ নেটওয়ার্ক অফিসার আন্দ্রেয়া ডোনা বলেন, ‘‘এরিকসনের এনার্জি-এফিশিয়েন্ট রেডিও আমাদের কার্বন নিঃসরণ ৩০ শতাংশ কমাতে সাহায্য করবে এবং ৬জি গবেষণায় যৌথ বিনিয়োগের পথ খুলবে।’’
বিনিয়োগকারীদের প্রতিক্রিয়া: স্টকহোম স্টক এক্সচেঞ্জে এরিকসনের শেয়ার খবর প্রকাশের পর ৪.২ শতাংশ উঠে ৬৩.৭ সুইডিশ ক্রোনায় পৌঁছায়; বাজার মূলধন ২১ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়।
যুক্তরাজ্যের ডিজিটাল সচিব পিটার কাই বলেন, ‘‘এই চুক্তি ‘প্রজেক্ট সানশাইন’-এর অংশ, যাতে ২০৩০ সালের মধ্যে যুক্তরাজ্যকে ‘গিগাবিট নেশন’ হিসেবে গড়ে তোলা হবে।’’