1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
“জান্নাতের মালিক একমাত্র আল্লাহ, কোনো মার্কা নয়”—পটুয়াখালীতে এ্যাড. মহসীন ভোলার ব্যাংকের হাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আমির হোসেন র‌্যাবের জালে আজ মধ্যরাত থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ বদলগাছীতে সাংবাদিক আশরাফুল ইসলামের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত গ্রেপ্তার, অস্ত্র-কার জব্দ ঢাকা-বরিশাল মহাসড়কে বাস খাদে, নারী নিহত, আহত ৩০ ভোলায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষক জামাল উদ্দিনের মৃত্যু, শোকে স্তব্ধ শিক্ষাপরিবার দশমিনার দিঘিতে শারদীয় নৌকা বাইচ: ৫০ বছরের ঐতিহ্যে জমজমাট অনুষ্ঠান গলাচিপার ছাত্রশিবির সভাপতি ফোরকান আহম্মেদ জিসান এবার যোগ দিলেন ছাত্রদলে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার: এনসিপি নেতাদের সংবাদ সম্মেলন বর্জন

লালমোহনে আন্তঃজেলা সৌর-ব্যাটারি চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার, ঢাকায় পাচারের কৌশল ফাঁস

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

ভোলার লালমোহন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো থেকে সৌর প্যানেলের ব্যাটারি চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, ঢাকার কোনাপাড়া থেকে নিয়ন্ত্রিত এই চক্রটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চোরাই ব্যাটারি রাজধানীতে পাচার করত।

লালমোহন থানা সূত্রে জানা গেছে, গত ১১ সেপ্টেম্বর রাতে তারাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১২টি সৌর ব্যাটারি চুরি হলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন বাদী হয়ে মামলা করেন। এর আগে একই উপজেলার গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকেও আরও ১২টি ব্যাটারি চুরি যায়। দুই স্কুল মিলে ২৪টি ব্যাটারি চুরির ঘটনায় ক্ষতির পরিমাণ প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা।

মামলার পর লালমোহন থানার বিশেষ টিম তদন্ত শুরু করে। প্রথমে অটোচালক মো. জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় মো. কামালকে। পরে ভাঙারি দোকানদার মো. মিজানুর রহমানকেও গ্রেপ্তার করে পুলিশ।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, ঢাকার কোনাপাড়া থেকে কামাল ও সেলিম ভোলায় এসে জাকিরের অটোরিকশায় করে দিনে স্কুলগুলো রেকি করত। রাতে তালা ভেঙে ব্যাটারি চুরি করে মিজানুরের দোকানে নিয়ে ‘সওদাগর এক্সপ্রেস কুরিয়ার সার্ভিস’-এর মাধ্যমে ঢাকায় পাচার করা হতো।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, “প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে চক্রের মূল হোতাদের শনাক্ত করা হয়েছে। ঢাকায় অবস্থানরীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হয়েছেন এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট