তারুণ্যের উৎসবকে কেন্দ্র করে ভোলায় শুরু হয়েছে জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল লীগ ২০২৫। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে এবং জেলা ফুটবল এসোসিয়েশনের বাস্তবায়নে রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ভোলা গজনবী স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার শরীফুল হক, ভোলা পৌরসভার প্রশাসক মিজানুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন এবং ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল প্রমুখ।
প্রথম দিন ভোলা জেলা বনাম সাতক্ষীরা জেলা দল মুখোমুখি হয়। টানটান উত্তেজনায় ভরা খেলাটি ২-২ গোলে ড্র হয়। দীর্ঘ চার বছর পর গজনবী স্টেডিয়ামে বড় আয়োজনে অনুষ্ঠিত এই খেলা দেখতে হাজারো ক্রীড়াপ্রেমী দর্শক মাঠে ভিড় করেন। আয়োজকরা জানিয়েছেন, এবারের জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল লীগটি ‘এওয়ে’ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। গজনবী স্টেডিয়ামে আয়োজিত এ প্রতিযোগিতার মধ্য দিয়ে ভোলার ক্রীড়াঙ্গনে নতুন প্রাণ ফিরে এসেছে।