1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় জেলেদের জিম্মি করে চাঁদাবাজি: যুবদলের সাবেক নেতা গ্রেপ্তার সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরলেন নুরুল হক নুর হেফাজত আমিরের আহ্বান: আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীকে ভোট দেবেন না নাফ নদে আরাকান আর্মির অপহরণ-চক্র: ২৩ দিনে ৬৯ জেলে, প্রশ্ন উঠছে ‘কঠোর বার্তা’র রাজশাহীতে উদ্বোধন হলো ৩০তম আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০২৫ পটুয়াখালীতে কিশোর গ্যাং চক্রের ৪ সদস্য গ্রেফতার, অবৈধ অর্থ আদায়ের অভিযোগ রাঙ্গাবালীর সোনারচরে ফিশিং ট্রলার ডুবি, ১৪ মাঝিমাল্লা জীবিত উদ্ধার ছুটির চতুর্থ দিনেও কুয়াকাটায় পর্যটক-উচ্ছাস, শতভাগ হোটেল বুকিং তরমুজবাহী ট্রলার ডাকাতি মামলার ‘প্রধান সরদার’ কামাল গ্রেফতার তালতলী বন্দরে র‍্যাবের অভিযান: দুর্ধর্ষ ডাকাত সরদার নুর মোহাম্মদ গ্রেফতার

পটুয়াখালীতে ডিপ্লোমা প্রকৌশলীদের ৭ দফা দাবিতে সমাবেশ ও মিছিল

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীতে ৭ দফা দাবির বাস্তবায়নে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।


বুধবার দুপুরে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের হলরুমে আয়োজিত আলোচনা সভার মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে সভা শেষে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইনস্টিটিউটের মূল ফটকে এসে শেষ হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদের আহ্বায়ক প্রকৌশলী মো. কামাল হোসেন। প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. দীন ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ ইন্সট্রাক্টর ও সিভিল বিভাগের প্রধান প্রকৌশলী মো. ইয়ারুল হক এবং আইডিইবি পটুয়াখালী জেলা শাখার সদস্য সচিব প্রকৌশলী নাজমুল আহসান মুন্না।

জুনিয়র ইন্সট্রাক্টর প্রকৌশলী ইব্রাহীমের সঞ্চালনায় বক্তব্য দেন প্রকৌশলী মো. এনামুল হক সরদার, প্রকৌশলী জাহিদুল ইসলাম মুন্না, প্রকৌশলী আবদুল্লাহ আল নাঈম, প্রকৌশলী সাব্বির আহমেদ অভি, প্রকৌশলী সোয়েবুর রহমানসহ শিক্ষার্থী প্রতিনিধি হৈমন্তি, বেল্লাল, রায়হান, জাহিদুল, রিশাদ ও রানা।

বক্তারা বলেন, প্রকৌশলীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা এবং অযৌক্তিক কিছু প্রস্তাব বাস্তবায়নের চেষ্টা কারিগরি শিক্ষার্থী ও প্রকৌশলীদের ভবিষ্যৎকে অনিশ্চিত করছে। তারা সরকারের প্রতি ৭ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

সভায় আরও জানানো হয়, শিক্ষার্থী, শিক্ষক ও প্রকৌশলীদের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই এ ধরনের অযৌক্তিক সিদ্ধান্ত প্রতিহত করা সম্ভব এবং ন্যায্য দাবি আদায় করা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট