ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় পরকীয়া অভিযোগকে কেন্দ্র করে এক নারীকে প্রকাশ্যে হেনস্তার ঘটনায় পাঁচজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বড়মানিকা ইউনিয়নের উত্তর বাটামারা এলাকায় এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ওইদিন সকালে স্থানীয়রা ওই নারীর চুল কেটে তাকে গলায় জুতার মালা পরিয়ে জনসম্মুখে অপমান করে। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। যার মামলা নং – ১১(তারিখ: ০৭-০৯-২০২৫) ।
ঘটনার পরপরই ভোলা জেলা পুলিশ সুপারের নির্দেশে বোরহানউদ্দিন থানার একাধিক অভিযানিক দল মাঠে নামে। অভিযানে এজাহারভুক্ত ১নং আসামি কবির হোসেন (৪৮), ৬নং আসামি রশিদ ওরফে মিঠাই রশিদ (৫৮), ৭নং আসামি মেহেদী হাসান (২১), ৮নং আসামি ইসমাইল (২৫) এবং ৯নং আসামি সিরাজ ওরফে মিরাজ (২৮)–কে উত্তর বাটামারা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে আজ দুপুরে ভোলা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহান সরকার এক প্রেস ব্রিফিংয়ে বলেন, “ঘটনার সঙ্গে জড়িত কেউই আইনের বাইরে থাকবে না। খুব দ্রুত বাকি আসামিদেরও গ্রেফতার করা হবে।”