ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পরকীয়ার অভিযোগ তুলে এক নারীকে গাছে বেঁধে চুল কেটে ও গলায় জুতার মালা পরিয়ে প্রকাশ্যে হেনস্তা করার অভিযোগ উঠেছে। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশ বিএনপি নেতাসহ চারজনকে আটক করেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে। দুই মিনিট সাত সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, এক নারীকে গাছে বেঁধে তার চুল কেটে দেওয়া হচ্ছে এবং গলায় জুতার মালা ঝুলিয়ে তাকে অপমান করা হচ্ছে। এ সময় স্থানীয় বেশ কয়েকজন দাঁড়িয়ে ঘটনা দেখছিলেন।
খোঁজ নিয়ে জানা যায়, বড়মানিকা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে কয়েকজন মিলে ওই নারীকে এভাবে নির্যাতন করেন। ভিডিওতে দেখা যায়, ‘জনতার তথ্য’ নামের একটি গণমাধ্যমের প্রতিনিধি ঘটনাস্থলে হুমায়ুন কবিরের সাক্ষাৎকার নিচ্ছেন। সেখানে তিনি বলেন, “এই নারী অপকর্ম করেছে। সেই অপকর্মের সাজা আমরা দিয়েছি।”
বোরহানউদ্দিন থানার পরিদর্শক (তদন্ত) রিপন চন্দ্র দাস জানান, ঘটনায় চারজনকে আটক করা হয়েছে, মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। বরিশাল রেঞ্জের ডিআইজি মঞ্জুর মোর্শেদও বলেন, দ্রুত সব আসামিকে আইনের আওতায় আনা হবে।