পটুয়াখালী জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মো. আব্দুল্লাহ আল নোমানকে নতুন পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। রবিবার আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, একই ট্রাইব্যুনালের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. মাসুদ হোসেনের নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে।
এছাড়া পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) পদে মজিবুর রহমান দুলালকে নিয়োগ দেওয়া হয়েছে।
আইন মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আইনগত কার্যক্রমে নতুন করে গতি আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।