1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলা সদর উপজেলার শিক্ষা উন্নয়ন কর্মপরিকল্পনা নিয়ে পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত পটুয়াখালীতে ট্রলার মাঝি হত্যার মামলায় পলাতক প্রধান অভিযুক্ত সোহেল ফকির গ্রেফতার পরীক্ষার হলে ফোন নিয়ে প্রবেশে শিক্ষার্থীকে আটক করায় শিক্ষককে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা কুলাউড়ায় ভারতীয় ৩ লাখ টাকার সিগারেট জব্দ কমলগঞ্জে প্রভাবশালীর বাঁধায় চলাচলের রাস্তাটি প্রতিবন্ধকতার অভিযোগ ভিয়েতনামে Xbox উৎপাদনে সম্প্রসারণের পরিকল্পনা ফক্সকনের রুপি ৯০ ছাড়িয়ে পতন, মার্কিন শুল্ক ও বিনিয়োগ বহিঃপ্রবাহে চাপ ফিউজলেজ প্যানেলে ত্রুটি: ৬২৮টি এয়ারবাস A৩২০ পরিদর্শনের মুখে ১৯ দেশের নাগরিকদের অভিবাসন আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন ব্ল্যাকরক দীর্ঘমেয়াদী ট্রেজারিগুলোতে মতামত পরিবর্তন করল, এআই অর্থায়নের ঢেউয়ে ঋণ খরচ বৃদ্ধির আশঙ্কা

মৌলভীবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জুলুস মোবারক র‌্যালি

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

 

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মৌলভীবাজারে আয়োজন করা হলো বর্ণাঢ্য জশনে জুলুস মোবারক র‌্যালি।

শনিবার (৬ই সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ঐতিহাসিক শাহ্ মোস্তফা দরগাহ থেকে র‌্যালিটি শুরু হয়। হাজারো মানুষের উপস্থিতিতে ও অংশগ্রহণে শহরজুড়ে সৃষ্টি হয় এক ভিন্ন ধর্মীয় আবহ। শহরজুড়ে ভাসলো দুরুদে দুরুদে।
শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালি পুনরায় দরগাহ প্রাঙ্গণে গিয়ে সমবেত হয়। পুরো জুলুস জুড়ে প্রতিধ্বনিত হয় হামদ, নাত ও দরুদ শরীফ। ধর্মপ্রাণ মুসল্লিদের কণ্ঠে প্রিয়নবী হযরত মুহাম্মদ মোস্তফা (সা.)-এর প্রশংসামূলক স্লোগান ও কবিতা উচ্চারিত হওযায় শহরে এক অপার্থিব পরিবেশের সৃষ্টি হয়।

এ বছর জশনে জুলুসে অংশ নেন হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (রহ:) দরগাহ শরীফের মোতাওয়াল্লি সৈয়দ খলিলুল্লাহ ছালিক জুনেদ, দরগাহ জামে মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি ইউসুফ আলী, সহ-সভাপতি ও জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মো. ফখরুল ইসলাম, পেশ ইমাম হাফেজ শামীম আহমদ, মাওলানা আলাউদ্দীন ফারুকী, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান হাফেজ আলাউর রহমান টিপু,মাওলানা মকবুল হোসেন খাঁনসহ আরও অনেকে উপস্থিত থেকে র‌্যালি প্রদক্ষিণে থাকেন।

এর আগে নেতৃবৃন্দ বলেন, ঈদে মিলাদুন্নবী (সা.) হচ্ছে মহানবীর জন্মদিন, যা মুসলমানদের জন্য আনন্দ, ভালোবাসা ও কৃতজ্ঞতার দিন। তারা নবীর জীবনাদর্শ ও শান্তির বাণী সমাজে প্রতিষ্ঠিত করার আহ্বান জানান।

র‌্যালিকে কেন্দ্র করে মৌলভীবাজার শহরে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এমনটাই লক্ষ্য করা যায়। ধর্মপ্রাণ মানুষের ঢল, শোভাযাত্রার শৃঙ্খলাবদ্ধ আয়োজন, নানা বয়সী মানুষের উপস্থিতি এবং সর্বত্রই দরুদে মুখরিত ধ্বনি পুরো শহরকে আলোকিত করে তোলে। এ আয়োজনকে ঘিরে শহরজুড়ে সর্বত্র ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা। জশনে জুলুস শেষে শাহ মোস্তফা (রহ:) দরগাহ মসজিদে মিলাদ, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে এ কর্মসূচি সম্পন্ন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট