ভোলার মনপুরা উপজেলায় দুই বছর বয়সী শিশুর গলায় ছুরি ধরে তার মাকে গণধর্ষণের অভিযোগে মামলার তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে তাদের জেল হাজতে পাঠানো হয়।
মনপুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির জানান, গত সোমবার রাতে উপজেলার বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নের জাহাঙ্গীর খাল এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন রুবেল, নাহিদ ও সাব্বির হোসেন ওরফে জিহাদ। মামলার চতুর্থ আসামী সজিব এখনো পলাতক।
ভুক্তভোগী নারী অভিযোগ করেন, স্বামী ঢাকায় চাকরি করেন। রাতে তার মোবাইলে কল আসে, ফোনে লোড গেছে বলে টাকা চাওয়া হয়। তিনি ব্যালেন্স চেক করে দেখেন টাকা আসেনি। পরে রাত দুইটার পর চারজন বেড়া কেটে ঘরে ঢুকে তার ছেলের গলায় ছুরি ধরে তাকে ধর্ষণ করে।
ওসি আহসান কবির বলেন, মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে। পলাতক আসামী সজিবের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।