বরগুনা জেলার তালতলী থানার ২০০৯ সালের একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. ছলেমান (৪৮) কে ঢাকার মিরপুর-১ এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ ও র্যাব-৪ যৌথভাবে তাকে আটক করে।
র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প ও র্যাব-৪, সিপিএসসি, মিরপুর কার্যালয় জানায়, শাহ আলী তানিয়া জুয়েলার্সের সামনে (বাসা-২/১, ব্লক-এ, রোড-৫) অভিযান চালানো হয়। সেখান থেকে আসামি ছলেমানকে গ্রেফতার করা হয়।
বরগুনা জেলার তালতলী থানার মামলা নম্বর ৩৯/২০০৯, ধারা ১১(ক) অনুযায়ী ছলেমানকে মৃত্যুদণ্ড দেয় আদালত। দীর্ঘদিন পলাতক থাকার পর তিনি ঢাকায় আত্মগোপন করেছিলেন।
গ্রেফতারের পর তাকে বরগুনা জেলার তালতলী থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাকে আদালতে চালান করা হবে বলে র্যাব জানিয়েছে।