1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৯:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
৭৭তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস উপলক্ষে পটুয়াখালীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান দশমিনায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু নেক্সপেরিয়া জানায় চীনে কার্যক্রম স্বাভাবিক, নেদারল্যান্ডসের সঙ্গে উত্তেজনার মধ্যেও কর্মীদের বেতন-ভাতা ঠিক আছে এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং দক্ষিণ কোরিয়ায় এপেক সিইও সম্মেলনে অংশ নেবেন চীনের অভিযোগ: যুক্তরাষ্ট্র জাতীয় সময়কেন্দ্রে সাইবার অনুপ্রবেশ করেছে  বলিভিয়ায় রানঅফ ভোট: সমাজতন্ত্র থেকে সরে বাজারমুখী রাজনীতির দিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠতার ইঙ্গিত দোহায় শান্তি আলোচনার পর পাকিস্তান–আফগানিস্তানের তাৎক্ষণিক যুদ্ধবিরতি ঘোষণা ভোলার ভেলুমিয়ায় যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল যুবকের শেরপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

কর্তব্যরত অবস্থায় এক পুলিশ সদস্যের মৃত্যু

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারে দায়িত্ব পালনকালে এক উপপরিদর্শক (এসআই) মৃত্যুর ঘটনা ঘটেছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানাধীন মির্জাপুর পুলিশ ক্যাম্পে এ ঘটনা ঘটে। ওই পুলিশ কর্মকর্তার নাম আলমগীর হোসেন ভূঁইয়া। তিনি মৌলভীবাজার পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন।

সোমবার (১লা সেপ্টেম্বর) বিকেলে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন।

মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রণয় কান্তি দাস বলেন, হাসপাতালে আসার আগেই আলমগীর হোসেন ভূঁইয়া মারা যান। তার হার্টের সমস্যা ছিল।

পুলিশ সূত্রের বরাতে জানা যায়, দুপুরে শ্রীমঙ্গল থানার মির্জাপুর পুলিশ ক্যাম্পে দায়িত্বরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে মৌলভীবাজার জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ওই পুলিশ কর্মকর্তার বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায়। তিনি দুই কন্যা ও এক ছেলে সন্তানের জনক। তিনি ১৯৯২ সালে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে যোগদান করেন।

এদিকে বাদ মাগরিব মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্সে আলমগীর হোসেন ভূঁইয়ার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় দীর্ঘ দিন ধরে সপরিবারে বসবাস করে আসছেন। জানাজার নামাজ শেষে শ্রীমঙ্গলেই দাফন করা হয়।

মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন মরহুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি আলমগীর হোসেন ভূঁইয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার ও সহকর্মীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, সোমবার শ্রীমঙ্গলে ৩৭ দশমিক ৮ ডিগ্ৰি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী আরও কয়েকদিন তাপদাহ থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট