পটুয়াখালীর বাউফল পৌরসভার চার নম্বর ওয়ার্ডের মাঝের রাস্তা এলাকায় নারকেল ভাগাভাগি নিয়ে আপন দুই ভাইয়ের মধ্যে মারামারির ঘটনায় ছোট ভাই ইমাম হোসেন (৩৫) ও তার স্ত্রী নাজমুন নাহার (২৭) আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত সোয়া আটটার দিকে এ ঘটনা ঘটে।
আহত ইমাম হোসেনের অভিযোগ, জমিতে ফল-ফলাদির ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল তার বড় ভাই সাইফুল ইসলাম (৪০)-এর সঙ্গে। তার বড় ভাই সমস্ত নারকেল নিয়ে যান এবং মাঝেমধ্যে তাকে সামান্য পরিমাণ দেন। গতকাল তিনি নিজে পারে তোলা ২০টি নারকেল নেওয়ার কারণে ক্ষিপ্ত হয়ে বড় ভাই সাইফুল ইসলাম অন্যান্য লোকজন নিয়ে তাদের ওপর হামলা চালান।
ঘটনার খবর পেয়ে বাউফল থানার পুলিশ সরেজমিনে পৌঁছে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করে। তবে ঘটনাস্থলে পুলিশ সাইফুল ইসলামসহ অন্যদের খুঁজে পায়নি। তার মুঠোফোনের সংযোগও বন্ধ ছিল।
পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ প্রাপ্তির পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় তদন্ত চলছে বলেও কর্তৃপক্ষ জানিয়েছে।