দলিত ও সামাজিকভাবে বঞ্চিত জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচন ও বৈষম্য লাঘবের লক্ষ্যে ভোলায় ক্ষুদ্র ব্যবসার উদ্যোগ গ্রহণে দলিত নারীদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এর অংশ হিসেবে আজ (বুধবার) সকালে শহরের নাগরিক উদ্যোগ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ১০ জন দলিত নারীকে মোট ৮০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। প্রত্যেককে ৮ হাজার টাকা করে এ সহায়তা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে নাগরিক উদ্যোগের ক্যাম্পেইন কো-অর্ডিনেটর মো. আব্দুল্লাহ আল ইশতিয়াক মাহমুদের সভাপতিত্বে ও ভোলা ফিল্ড কো-অর্ডিনেটর স্বপন কুমার দে’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রজত শুভ্র সরকার, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা তয়ন কর্মকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চামেলি বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকরা জানান, “মানবাধিকার রক্ষা ও সহায়তার মাধ্যমে দলিত ও সামাজিকভাবে বঞ্চিত জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচন ও বিদ্যমান বৈষম্য লাঘব” প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করেন তারা।