শিক্ষা ও গবেষণা খাতে পারস্পরিক সহায়তা বৃদ্ধির লক্ষ্যে পিকেএসএফ এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
২৫ আগস্ট ২০২৫ তারিখে এনএসইউ উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন পিকেএসএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: মশিয়ার রহমান এবং এনএসইউ’র ক্যারিয়ার অ্যান্ড প্লেসমেন্ট সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোঃ তৌফিকুল ইসলাম। এসময় পিকেএসএফ-এর মহাব্যস্থাপক (গবেষণা ও উন্নয়ন) ড. তৌফিক হাসান শাহ চৌধুরীও উপস্থিত ছিলেন।
এই সমঝোতা স্মারকের আওতায় এনএসইউ এবং পিকেএসএফ যৌথভাবে উদ্ভাবন, প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নে যৌথভাবে কাজ করবে। এছাড়া, ইন্টার্নশিপ এবং মাঠ পরিদর্শনের মাধ্যমে পিকেএসএফ-এর কার্যক্রমে এনএসইউ শিক্ষার্থীদের অংশগ্রহণকে উৎসাহিত করা হবে।