পটুয়াখালীর সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নের ছালেহিয়া দাখিল মাদরাসার একটি শ্রেনী কক্ষে মাদরাসার নিরাপত্তাকর্মী বেল্লাল মাদবরের (২৫) লাশ উদ্ধার করা হয়েছে। সকালে দুই শিশু শিক্ষার্থী শ্রেনী কক্ষে প্রবেশ করে রক্তাক্ত অবস্থায় নিরাপত্তাকর্মীকে পড়ে থাকতে দেখে মাদরাসার শিক্ষক ও স্বজনদের খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইমতিয়াজ আহম্মেদ ও ওসি (তদন্ত) মোঃ মোস্তাফিজুর রহমান আহত যুবকের লাশের সুরাতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন। নিরাপত্তা কর্মী বেল্লাল ২০২১ সালে মাদরাসায় কর্মরত ছিলেন। স্থানীয়রা জানায়, তিনি এক সময় ছাত্রলীগের সাথে যুক্ত ছিলেন তবে বর্তমানে সরাসরি কোনো রাজনীতি করেন না। ময়নাতদন্ত রিপোর্টের পর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে পুলিশ জানিয়েছে।