জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় স্থানীয় উদ্ভাবনী প্রযুক্তির প্রচার ও প্রসারের লক্ষ্যে দ্বীপ জেলা ভোলায় শুরু হয়েছে দুই দিনব্যাপী প্রযুক্তি প্রদর্শনী। রোববার (২৪ আগস্ট) সকালে “পরিবর্তনশীল উপকূল: উদ্ভাবনী ধারা; স্থানীয় প্রযুক্তির অভিযোজন” শীর্ষক এই বর্ণাঢ্য আয়োজনের উদ্বোধন করেন ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বেলাল হোসেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির প্রফেসর ড. আহাম্মেদ পারভেজ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, ভোলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ রুহুল আমিন জাহাঙ্গীর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক খায়রুল ইসলাম মল্লিক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহীন মাহমুদ, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তোতা মিয়া, সিনিয়র সাংবাদিক আবু তাহের এবং এমজেএফ-এর সিনিয়র সমন্বয়কারী ওয়াসিউর রহমান তন্বয়।
শুভেচ্ছা বক্তব্য দেন জিজেইউএস-এর পরিচালক (কর্মসূচি) অ্যাডভোকেট বীথি ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। সঞ্চালনা করেন জিজেইউএস-এর উপপরিচালক কৃষিবিদ আনিসুল রহমান টিপু।
সুইডেন সরকার ও মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)-এর আর্থিক ও কারিগরি সহায়তায় বাস্তবায়িত ‘কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (CREA)’ প্রকল্পের আওতায় ভোলার বাংকেরহাট এলাকায় জনউন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের মাঠে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।
মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও প্রকল্পের ১২টি স্টল অংশ নিয়েছে। এসব স্টলে জলবায়ু অভিযোজনসংক্রান্ত নানা উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে—উন্নত চুলা, সার্জান পদ্ধতি, খাঁচায় মাছ চাষ, স্বাস্থ্যসম্মত শুঁটকি উৎপাদনের ডেমো, লবণসহনশীল ফসলের জাত, ভাসমান সবজি চাষের মডেল এবং দুর্যোগকালে নিরাপদ পানি ও খাদ্য সংরক্ষণের প্রযুক্তি।
মেলার অন্যতম আকর্ষণ ছিল সুরের ধরা শিল্পীগোষ্ঠীর শিক্ষামূলক নাটিকা ও গাম্ভিরা পরিবেশনা, যেখানে তুলে ধরা হয়েছে জলবায়ু অভিযোজনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বার্তা। এছাড়াও ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
উল্লেখ্য, ২০২৩ সাল থেকে বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ও সাঁচড়া ইউনিয়নে ‘সিআরইএ’ প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হয়ে আসছে। মেলাটি আগামী ২৫ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।