পটুয়াখালীর দশমিনা উপজেলায় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কাছ থেকে উদ্ধারকৃত ৮৪ হাজার ৬২৫ টাকা তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার বিকেলে দশমিনা থানা থেকে এ অর্থ প্রদান করা হয়।
গত ১৩ জুলাই উপজেলা ছাত্রদল মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার উত্তর ঘোষঘাট গ্রামের আজাহার হাওলাদারের ছেলে হালিম হাওলাদারের কাছ থেকে ৮৪ হাজার ৬২৫ টাকা উদ্ধার করে দশমিনা থানায় জমা দেওয়া হয়েছিল।
উপজেলার সদর ইউনিয়ন পরিষদের নিচে এরশাদের চায়ের দোকানে প্রায় পাঁচ-ছয় মাস অবস্থান করছিলেন এই মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। তার মুখে বড় দাড়ি-গোঁফ এবং মাথায় জট বাঁধা লম্বা চুল ছিল। হাতে ছিল তাবিজ।
উপজেলা ছাত্রদল মানবসেবা ফাউন্ডেশনের সদস্যরা তাকে চুল কাটা, দাড়ি-গোঁফ ছাঁটানো, সাবান দিয়ে গোসল করিয়ে নতুন পাঞ্জাবি ও কাপড় পরিয়ে দেন। এ সময় তার কাছ থেকে ৮৪ হাজার ৬২৫ টাকা পাওয়া যায়, যা নিরাপত্তার জন্য দশমিনা থানায় জমা দেওয়া হয়।
এই ঘটনা জাতীয় দৈনিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর তার নিকটাত্মীয়রা খোঁজখবর নেন। শুক্রবার বিকেল ৫টায় তার ভাই মনিরুজ্জামান হাওলাদার প্রয়োজনীয় তথ্যপ্রমাণ নিয়ে দশমিনা থানায় উপস্থিত হয়ে জমাকৃত অর্থ গ্রহণ করেন।
মনিরুজ্জামান হাওলাদার জানান, “আমার ভাই ব্যবসা করতেন। ব্যবসায় ক্ষতি হওয়ার পর থেকে মাঝে মাঝে বাসা থেকে বের হয়ে সাত-আট মাস বিভিন্ন জায়গায় অবস্থান করেন। আমরা আবার খোঁজ করে তাকে ফিরিয়ে আনি। গত মাসের ১৩ তারিখ বিভিন্ন পত্রিকায় ভাইয়ের ছবি প্রকাশ হওয়ার পর আমরা দেখতে পেয়ে খোঁজখবর নিই।”
উপজেলা ছাত্রদল মানবিক ফাউন্ডেশনের আহ্বায়ক আবুল বাশার বলেন, “ভারসাম্যহীন ব্যক্তির জটবাঁধা চুল, দাড়ি ও গোঁফ ছাঁটানোর পর বিভিন্ন গণমাধ্যমে প্রচারের পর তার পরিবার থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়। সকল তথ্যাদি পর্যালোচনা করে তথ্য সঠিক থাকায় থানায় জমাকৃত টাকা তাদের হাতে তুলে দেওয়া হয়েছে।”
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম জানান, “উপজেলা ছাত্রদল মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে এক ভারসাম্যহীন ব্যক্তির কাছ থেকে উদ্ধারকৃত ৮৪ হাজার ৬২৫ টাকা জমা দেওয়া হয়েছিল। আজ ঐ ভারসাম্যহীন ব্যক্তির পরিচয় সনাক্তকরণের সকল তথ্য জমা দেওয়ার পর পর্যালোচনা করে সত্যতা পাওয়ায় তার বড় ভাই মনিরুজ্জামান হাওলাদারের কাছে ৮৪ হাজার ৬২৫ টাকা প্রদান করা হয়েছে।”
অর্থ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন দশমিনা থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ, উপজেলা ছাত্রদল মানবিক ফাউন্ডেশনের আহ্বায়ক আবুল বাশার, রঞ্জনকান্তি মন্ডল ও ইমরান মোল্লাসহ অন্যরা।