পটুয়াখালী শহরের আলোচিত ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথে দস্যুতা ও একাধিক চুরির মূল হোতা জাহিদ সরদার (২৮)কে পুলিশ গ্রেফতার করেছে। গত ১৬ আগস্ট রাতে বুথের নিরাপত্তা গার্ডকে নির্মমভাবে পেটিয়ে আহত করার ঘটনায় তাকে সন্দেহ করা হচ্ছিলো।
২০ আগস্ট, বুধবার পটুয়াখালী সদর থানায় এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, ১৬ আগস্ট রাত সাড়ে ৩ টার দিকে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথে কাজ চলাকালীন সিকিউরিটি গার্ড মোঃ মজিবুর রহমান সিকদারকে (৫৫) হাত বেঁধে ও মুখ ঢেকে দুর্বৃত্তরা এলোপাতাড়ি পেটায়। এ ঘটনায় তার কাঁধের হাড় ভেঙে যায় এবং বাম চোখ ও মাথায় গুরুতর আঘাত পায়। তাকে পুরাতন আদালত ভবনের বারান্দায় ফেলে রেখে দুর্বৃত্তরা বুথের এটিএম ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়, তবে মনিটরসহ কিছু মালামাল চুরি করে পালিয়ে যায়।
আহত মজিবুর রহমান নিজ উদ্যোগে মায়ো ক্লিনিকে চিকিৎসা নিয়ে ৯৯৯ নম্বরে কল করে পুলিশের উপস্থিতি নিশ্চিত করেন। তাৎক্ষণিক আত্মীয়-স্বজনের সহযোগিতায় তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বাদী মোঃ মোয়াজ আহ্মেদ, বেস্ট সিকিউরিটি লজিস্টিক সার্ভিসের অফিসার ইনচার্জ, সদর থানায় মামলা দায়ের করেন (মামলা নং-৪০)। পুলিশ সুপার পটুয়াখালীর নির্দেশনায় সদর থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে প্রযুক্তির সহায়তায় ১৯ আগস্ট মৌকরণ বাজার এলাকা থেকে জাহিদ সরদারকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জাহিদের কাছ থেকে উদ্ধার করা হয় ২টি সিসিটিভি মনিটর, ভিকটিমের ব্যবহৃত মোবাইল সেট, ২টি শাবল, লুন্ঠিত নগদ ৫,০০০ টাকা ও ঘটনার সময় ব্যবহৃত পোশাক। জিজ্ঞাসাবাদে জাহিদ জেলার বিভিন্ন এলাকায় একাধিক দস্যুতা ও চুরির কথা স্বীকার করেছে।
সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) আরিফ মোহাম্মদ শাকুর জানান, মামলার তদন্ত চলছে এবং অপর সম্পর্কিতদের বিষয়েও খোঁজ খবর নেয়া হচ্ছে। যাদেরই অভিযুক্ত হোক, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ইমতিয়াজ আহমেদ বলেন, “এই চাঞ্চল্যকর ঘটনায় জড়িত প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের মাধ্যমে শীঘ্রই বাকি সহযোগীদের আইনের আওতায় আনা হবে।”