পটুয়াখালীর মির্জাগঞ্জে যৌথ বাহিনীর পৃথক অভিযানে ৪ জন মাদক কারবারি ও চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচালিত অভিযানে ১৫০ গ্রাম গাঁজা, নগদ ৪ হাজার ৮৯০ টাকা, চোরাই ৪টি ব্যাটারি, পুরাতন ২টি নষ্ট পানির মটর, ২টি পুরাতন নষ্ট আইপিএস এবং বিভিন্ন ধাতব সরঞ্জামাদি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী ইউনিয়নের মোস্তফা মৃধার স্ত্রী হেলেনা বেগমের (৫০) টিনশেড বসতঘরে মাদকদ্রব্য থাকার গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়। এই অভিযানে ১৯৫ গ্রাম গাঁজা ও নগদ টাকা সহ ঘটনাস্থলে উপস্থিত হেলেনা বেগম, মো. সাগর মৃধা, শাহিন মৃধার স্ত্রী তানিয়া আক্তার (২৫) এবং সুমন হাওলাদারের পুত্র মো. ইসমাইল (১৫) কে আটক করা হয়।
কিছুক্ষণ পর অপর একটি যৌথ অভিযানে সুবিদখালীর চিহ্নিত মাদক ব্যবসায়ী আলতাফ মৃধার বাড়ি ও আশপাশের এলাকা তল্লাশি করে তার বসতঘরের পেছনে পরিত্যক্ত একটি ঘর থেকে ৪টি চোরাই ব্যাটারি, পুরাতন ২টি নষ্ট পানির মটর, ২টি পুরাতন নষ্ট আইপিএস এবং বিভিন্ন ধাতব সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মৃধা জানান, গ্রেফতারকৃত আসামিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কোর্ট-হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, যৌথ বাহিনীর এই অভিযান অব্যাহত থাকবে।