পটুয়াখালীর কলাপাড়ায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযানে ১০ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারি জাল উদ্ধার ও ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে পাখিমারা খালে পরিচালিত এই অভিযানে উদ্ধারকৃত জালের আনুমানিক বাজারমূল্য ৮০ হাজার টাকা। উদ্ধারকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানটি পরিচালনা করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ইয়াসিন সাদেক। সহযোগিতা করে প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন অ্যানিমাল লাভার্স পটুয়াখালী।
কলাপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে পাখিমারা খালে পরিচালিত অভিযানে ১০ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়। এই জাল দেশীয় মাছের বংশবৃদ্ধি ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি হিসেবে চিহ্নিত। উদ্ধারকৃত জাল আগুনে পুড়িয়ে সম্পূর্ণ ধ্বংস করা হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ইয়াসিন সাদেক জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ চায়না দুয়ারি জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এই ধরনের ক্ষতিকর জাল দেশীয় মাছের বংশবৃদ্ধি ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।
অ্যানিমাল লাভার্স পটুয়াখালীর পক্ষ থেকে জানানো হয়, উপজেলা প্রশাসনের সহযোগিতায় যেসব স্থানে অবৈধ চায়না দুয়ারি জাল ব্যবহার হচ্ছে, সেসব জায়গায় নিয়মিত অভিযান চালিয়ে এসব জাল নির্মূল করা হবে। এতে দেশীয় মাছের সংখ্যা ফিরে আসবে এবং জেলেরা স্বাচ্ছন্দ্যে জীবিকা নির্বাহ করতে পারবেন।
সংগঠনটি উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে প্রাণ ও প্রকৃতি রক্ষায় প্রশাসনের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে।