জাতীয় ক্রীড়া পরিষদ পটুয়াখালী জেলা ক্রীড়া সংস্থার ৯ সদস্যের অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে। জেলা প্রশাসক থাকছেন কমিটির আহ্বায়ক।
জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ অনুযায়ী পরিষদের চেয়ারম্যান কর্তৃক অনুমোদিত এই কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন—
১. জেলা প্রশাসক – আহ্বায়ক
২. মো. আবুল হাওলাদার – সদস্য
৩. মো. মইনুল হোসেন লিন্টন – সদস্য
৪. মুনির হোসেন – সদস্য
৫. মুরাদ আহমেদ – সদস্য
৬. মো. বশির উদ্দিন – সদস্য
৭. পারভীন আক্তার – সদস্য
৮. মো. আব্দুস সালাম আরিফ – সদস্য
৯. জেলা ক্রীড়া কর্মকর্তা, পটুয়াখালী – সদস্য সচিব
এ সংক্রান্ত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) মো. আমিনুল ইসলাম।