বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ ও খেলাধুলাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পটুয়াখালীতে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে।
মঙ্গলবার সকালে সার্কিট হাউস চত্বর থেকে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের নেতৃত্বে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন উদ্দীনের পরিচালনায় শপথ পাঠ, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ এবং মূল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্য নিয়ে আয়োজিত সভায় সরকারি কর্মকর্তা, যুব সংগঠক ও বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশ নেন।
এছাড়া ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, যুব ভবনে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি এবং বিকেলে ডিসি স্কয়ার মাঠে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসব আয়োজন তরুণদের মধ্যে উৎসাহ ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করেছে।