বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল কর্তৃক অনুমোদিত পটুয়াখালী জেলা ইউনিট কমান্ডের ১১ সদস্যের এডহক কমিটি জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল সম্প্রতি পটুয়াখালী জেলা ইউনিট কমিটির নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে। ১১ সদস্যবিশিষ্ট এ কমিটির আহ্বায়ক হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম কিবরিয়া মৃধা, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন এবং সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা এম এ জব্বার খান।
অন্য সদস্যরা হলেন—বীর মুক্তিযোদ্ধা মো. দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র দাস, বীর মুক্তিযোদ্ধা ফোরকান হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মো. হাসান আলী, বীর মুক্তিযোদ্ধা বাদল ব্যানার্জী, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম কোকে, বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম এবং বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল খালেক।
সোমবার সন্ধ্যায় ডিসি বাংলোয় আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা এম এ জব্বার খানের নেতৃত্বে নতুন কমিটির সদস্যরা জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সদস্যদের পরিচিতি তুলে ধরা হয়।