1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০২:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় জেলেদের জিম্মি করে চাঁদাবাজি: যুবদলের সাবেক নেতা গ্রেপ্তার সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরলেন নুরুল হক নুর হেফাজত আমিরের আহ্বান: আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীকে ভোট দেবেন না নাফ নদে আরাকান আর্মির অপহরণ-চক্র: ২৩ দিনে ৬৯ জেলে, প্রশ্ন উঠছে ‘কঠোর বার্তা’র রাজশাহীতে উদ্বোধন হলো ৩০তম আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০২৫ পটুয়াখালীতে কিশোর গ্যাং চক্রের ৪ সদস্য গ্রেফতার, অবৈধ অর্থ আদায়ের অভিযোগ রাঙ্গাবালীর সোনারচরে ফিশিং ট্রলার ডুবি, ১৪ মাঝিমাল্লা জীবিত উদ্ধার ছুটির চতুর্থ দিনেও কুয়াকাটায় পর্যটক-উচ্ছাস, শতভাগ হোটেল বুকিং তরমুজবাহী ট্রলার ডাকাতি মামলার ‘প্রধান সরদার’ কামাল গ্রেফতার তালতলী বন্দরে র‍্যাবের অভিযান: দুর্ধর্ষ ডাকাত সরদার নুর মোহাম্মদ গ্রেফতার

পটুয়াখালীতে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

 

গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ও দ্রুত বিচারের দাবিতে পটুয়াখালী জেলা জুড়ে ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

রোববার (১০ আগস্ট) সকাল সাড়ে ৯টায় পটুয়াখালীর ঝাউতলা শহীদ মিনার প্রাঙ্গণে সাংবাদিকরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি শুরু করেন। পরে তারা স্লোগান নিয়ে জেলা প্রশাসকের বাংলো ও সোনালী ব্যাংক চত্বরে মিছিল করেন এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা করেন।

বক্তারা সরকারের দুর্বল প্রশাসনিক অবকাঠামো ও পুলিশের সংস্কারে অবহেলার তীব্র সমালোচনা করে প্রশ্ন তোলেন, “আর কত গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষের প্রাণ যাবে পুলিশের সংস্কার হবে? ন্যায়বিচার পেতে আর কতদিন অপেক্ষা করতে হবে?” তারা প্রশাসনের ‘গ্রেফতার নাটক’ বন্ধ করে দ্রুত ও সঠিক বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

পটুয়াখালীর সকল উপজেলা ও পৌর শহরে সাংবাদিকদের উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বক্তারা সাংবাদিক নির্যাতন ও হত্যার দীর্ঘ ইতিহাস তুলে ধরে উল্লেখ করেন যে, সাগর-রুনি হত্যাসহ বিভিন্ন ঘটনার বিচার না হওয়ায় দেশের সাংবাদিক সমাজ দমে নেই। তারা অবিলম্বে সকল সাংবাদিক হত্যার বিচারের দাবি জানিয়ে না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

বক্তারা আরও বলেন, “সাংবাদিকরা বেতন-ভাতা চায় না, তারা দেশের পক্ষে বিনা বেতনে কাজ করতে প্রস্তুত, শুধু চাই সুরক্ষা। দীর্ঘ ৫৪ বছরেও রাষ্ট্র তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।” তাঁরা তুহিন হত্যার সকল আসামির দ্রুত গ্রেফতার ও দ্রুত বিচার আইনের আওতায় মামলার দ্রুত নিষ্পত্তির দাবি জানান, যেন সাগর-রুনির মতো বিচার লঘু না হয়।

সাংবাদিকরা বিচারের নামে কোনো বিতর্ক মেনে নেবেন না বলেও হুঁশিয়ারি প্রদান করেন বক্তারা।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট