1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ১০:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলা সদর উপজেলার শিক্ষা উন্নয়ন কর্মপরিকল্পনা নিয়ে পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত পটুয়াখালীতে ট্রলার মাঝি হত্যার মামলায় পলাতক প্রধান অভিযুক্ত সোহেল ফকির গ্রেফতার পরীক্ষার হলে ফোন নিয়ে প্রবেশে শিক্ষার্থীকে আটক করায় শিক্ষককে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা কুলাউড়ায় ভারতীয় ৩ লাখ টাকার সিগারেট জব্দ কমলগঞ্জে প্রভাবশালীর বাঁধায় চলাচলের রাস্তাটি প্রতিবন্ধকতার অভিযোগ ভিয়েতনামে Xbox উৎপাদনে সম্প্রসারণের পরিকল্পনা ফক্সকনের রুপি ৯০ ছাড়িয়ে পতন, মার্কিন শুল্ক ও বিনিয়োগ বহিঃপ্রবাহে চাপ ফিউজলেজ প্যানেলে ত্রুটি: ৬২৮টি এয়ারবাস A৩২০ পরিদর্শনের মুখে ১৯ দেশের নাগরিকদের অভিবাসন আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন ব্ল্যাকরক দীর্ঘমেয়াদী ট্রেজারিগুলোতে মতামত পরিবর্তন করল, এআই অর্থায়নের ঢেউয়ে ঋণ খরচ বৃদ্ধির আশঙ্কা

ভোলায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

 

 

ভোলার কৃষিবিদদের ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি), ভোলা জেলা শাখার উদ্যোগে একটি স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (৫ আগষ্ট) শহরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপপরিচালকের কার্যালয়ের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ও কেআইবি ভোলা জেলা শাখার সভাপতি কৃষিবিদ মো. খায়রুল ইসলাম মল্লিক।
সভার শুরুতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক এবং রেবা রহমান কলেজের প্রভাষক ও কেআইবি ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক কৃষিবিদ মহিবুর রহমান বিপ্লব। সভাটি সঞ্চালনা করেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. শামীম আহমেদ।
শহীদ পরিবারের সদস্য হিসেবে স্মৃতিচারণ করেন কেআইবি ভোলার কোষাধ্যক্ষ ও গ্রামীণ জনউন্নয়ন সংস্থার উপ-পরিচালক আনিসুর রহমান টিপু।
আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করে যাঁর যাঁর অবস্থান থেকে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেআইবি ভোলা জেলা কমিটির সহ-সভাপতি ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম খান, সহ-সভাপতি ও জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব, সহ-সাধারণ সম্পাদক ও ভোলা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসান, সমাজকল্যাণ সম্পাদক ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সিনিয়র সহকারী পরিচালক মো. আবিদ হাসান, কমিটির সদস্য ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রাশিদুল হাসান অনিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহিন মাহমুদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান ভুঁইয়া, মনপুরা উপজেলার কৃষি অফিসার আহসান তাওহীদ, মনপুরার ভেটেরিনারি সার্জন ডা. আকাশ সমাদ্দার, জেলা হাঁস খামারের সহকারী পরিচালক জাহিদ হাসান, কৃষি প্রকৌশলী জি. এম. আবদুর রহমান, গ্রামীণ জনউন্নয়ন সংস্থার উপ-পরিচালক মো. আবু বক্করসহ জেলার বিভিন্ন দপ্তরে কর্মরত বিপুল সংখ্যক কৃষিবিদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট