1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় জেলেদের জিম্মি করে চাঁদাবাজি: যুবদলের সাবেক নেতা গ্রেপ্তার সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরলেন নুরুল হক নুর হেফাজত আমিরের আহ্বান: আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীকে ভোট দেবেন না নাফ নদে আরাকান আর্মির অপহরণ-চক্র: ২৩ দিনে ৬৯ জেলে, প্রশ্ন উঠছে ‘কঠোর বার্তা’র রাজশাহীতে উদ্বোধন হলো ৩০তম আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০২৫ পটুয়াখালীতে কিশোর গ্যাং চক্রের ৪ সদস্য গ্রেফতার, অবৈধ অর্থ আদায়ের অভিযোগ রাঙ্গাবালীর সোনারচরে ফিশিং ট্রলার ডুবি, ১৪ মাঝিমাল্লা জীবিত উদ্ধার ছুটির চতুর্থ দিনেও কুয়াকাটায় পর্যটক-উচ্ছাস, শতভাগ হোটেল বুকিং তরমুজবাহী ট্রলার ডাকাতি মামলার ‘প্রধান সরদার’ কামাল গ্রেফতার তালতলী বন্দরে র‍্যাবের অভিযান: দুর্ধর্ষ ডাকাত সরদার নুর মোহাম্মদ গ্রেফতার

ডেঙ্গু রোধে পটুয়াখালীতে ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশনের সচেতনতা কার্যক্রম

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

সারা দেশে ডেঙ্গু জ্বরের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষকে সচেতন করতে এগিয়ে এসেছে ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশন। সোমবার (২৮ জুলাই ২০২৫) পটুয়াখালী পৌর শহরের বিভিন্ন এলাকায় সংগঠনটির উদ্যোগে ডেঙ্গুবিরোধী প্রচারণা ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এর অংশ হিসেবে শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয় এবং পটুয়াখালী পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ে একটি সচেতনতামূলক সেশন আয়োজন করা হয়। এই সেশনে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা হয়।

সেশনে উপস্থিত ছিলেন পটুয়াখালী পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জিয়াউর রহমান, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম গাজী এবং ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশনের সদস্যরা।

ডা. জিয়াউর রহমান বলেন, “ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ। এর বাহক এডিস মশা সাধারণত সকাল ও বিকেলে কামড়ায়। তাই দিনের বেলায়ও মশার থেকে সাবধান থাকতে হবে। নিজের বাসা ও আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি ফেলে দেওয়া এবং ফুলদানি বা কন্টেইনারে সপ্তাহে অন্তত একদিন পানি পরিবর্তন করলে এডিস মশার বিস্তার রোধ করা সম্ভব।”

প্রধান শিক্ষক তরিকুল ইসলাম গাজী বলেন, “এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বাড়ায়। ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশনকে এমন মহৎ উদ্যোগের জন্য ধন্যবাদ জানাই।”

ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি আহম্মেদ কাওসার ইবু বলেন, “আমরা বিশ্বাস করি সচেতনতার মাধ্যমে অনেক বড় বিপদ প্রতিরোধ করা সম্ভব। তাই সমাজের প্রতিটি স্তরের মানুষকে সচেতন করতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা চাই, সবাই মিলে ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসুক।”

উল্লেখ্য, ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশন এর আগেও বৃক্ষরোপণ, প্লাস্টিকমুক্ত অভিযান, রক্তদান কর্মসূচিসহ বিভিন্ন সামাজিক ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট