সারা দেশে ডেঙ্গু জ্বরের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষকে সচেতন করতে এগিয়ে এসেছে ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশন। সোমবার (২৮ জুলাই ২০২৫) পটুয়াখালী পৌর শহরের বিভিন্ন এলাকায় সংগঠনটির উদ্যোগে ডেঙ্গুবিরোধী প্রচারণা ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এর অংশ হিসেবে শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয় এবং পটুয়াখালী পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ে একটি সচেতনতামূলক সেশন আয়োজন করা হয়। এই সেশনে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা হয়।
সেশনে উপস্থিত ছিলেন পটুয়াখালী পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জিয়াউর রহমান, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম গাজী এবং ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশনের সদস্যরা।
ডা. জিয়াউর রহমান বলেন, “ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ। এর বাহক এডিস মশা সাধারণত সকাল ও বিকেলে কামড়ায়। তাই দিনের বেলায়ও মশার থেকে সাবধান থাকতে হবে। নিজের বাসা ও আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি ফেলে দেওয়া এবং ফুলদানি বা কন্টেইনারে সপ্তাহে অন্তত একদিন পানি পরিবর্তন করলে এডিস মশার বিস্তার রোধ করা সম্ভব।”
প্রধান শিক্ষক তরিকুল ইসলাম গাজী বলেন, “এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বাড়ায়। ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশনকে এমন মহৎ উদ্যোগের জন্য ধন্যবাদ জানাই।”
ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি আহম্মেদ কাওসার ইবু বলেন, “আমরা বিশ্বাস করি সচেতনতার মাধ্যমে অনেক বড় বিপদ প্রতিরোধ করা সম্ভব। তাই সমাজের প্রতিটি স্তরের মানুষকে সচেতন করতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা চাই, সবাই মিলে ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসুক।”
উল্লেখ্য, ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশন এর আগেও বৃক্ষরোপণ, প্লাস্টিকমুক্ত অভিযান, রক্তদান কর্মসূচিসহ বিভিন্ন সামাজিক ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে।