আজ বুধবার (১৬ জুলাই) নীলফামারীর গৌরাঙ্গী মোড়ে সকাল ১১ঘটিকায় সম্মিলিত সাংবাদিক বৃন্দ মানববন্ধন করেছেন। সম্প্রতি নারী সাংবাদিক স্বপ্না আকতার স্বর্ণালি শাহ্-এর ওপর সন্ত্রাসী হামলা ও হেনস্তার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী সাংবাদিক নেতৃবৃন্দ অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, “ তিনি একজন নারী সাংবাদিকের ওপর এ ধরনের বর্বর আচরণ ও আক্রমণ শুধু ব্যক্তিগত নয়, এটি সংবাদপত্রের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত করা। বক্তারা প্রশাসনকে সতর্ক করে বলেন, এই ঘটনার বিচার না হলে সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।উক্ত মানববন্ধনে ৬ উপজেলার সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।
এসময় বিভিন্ন প্রিন্ট মিডিয়া প্রিন্ট গণমাধ্যমের প্রতিনিধিরা ছাড়াও নাগরিক সমাজ ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।