1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে মিলাদ মাহফিল ও কম্বল বিতরণ ট্রাম্পের অভিবাসন অভিযান তীব্রতর হওয়ায় মৃত্যুর সংখ্যা বাড়ছে, ফেডারেল এজেন্টদের গুলিতে একাধিক হতাহত ইইউ ভিয়েতনামের সঙ্গে সম্পর্ক উন্নীত করতে যাচ্ছে, বাণিজ্য ব্যাহত হওয়ার মধ্যে কোস্তা হ্যানয় সফর করবেন পোল্যান্ড ইউরো জোনে যোগদানে তাড়াহুড়ো করছে না, অর্থনীতির উত্থানের পর জানিয়েছেন অর্থমন্ত্রী পটুয়াখালীতে বস্তাবন্দী বৃদ্ধ মহিলার লাশ উদ্ধার; পুলিশের সন্দেহ পরিকল্পিত হত্যাকাণ্ড “জাতীয় সংসদ নির্বাচন বানচালে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে” – আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালীতে নতুন যুগ্ম দায়রা আদালত স্থাপন: বিচার প্রক্রিয়ায় গতি আনবে সরকার অবৈধভাবে বালু উত্তোলনের ফলে সৃষ্ট গর্তে মাদ্রাসা ছাত্রের মৃত্যু চর কুকরি-মুকরিতে স্থানীয় জলবায়ু অভিযোজন পরিকল্পনা প্রনয়ণ বিষয়ক কর্মশালা শুরু কাউয়াদীঘি হাওর পাড়ের কৃষকদের চিন্তার ভাঁজ

ভোলায় ক্ষমতার দাপট দেখিয়ে ক্রয়সূত্রের জমিতে যবর দখল

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

 

 

ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে বিগত স্বৈরসাশক আওয়ামী লীগের ক্ষমতার দাপট দেখিয়ে ক্রয়সূত্রের জমিতে যবর দখলের করে আসছে নুরে আলম শাহজাহান ,খলিল মহাজনসহ এক দল ভুমি দস্যুচক্র।

সূত্রে জানা যায়, নুরে আলম,শাজাহানসহ ভূমি দস্যুরা ভোলা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রতিকের চেয়ারম্যান জসিম উদ্দিনের কাছের লোক। সেই প্রভাব খাটিয়ে এলাকায় সন্ত্রাসের রাম রাজত্ব কায়েম করেছিল। তাদের সন্ত্রাসের ভয়ে মুখ খোলার সাহস পায়নী এলাকাবাসী।

অভিযোগ সূত্রে জানাযায়, চর রতনপুর মৌজা জে,এল নং-৭২, ২৬৮নং খতিয়ানে১৯৫৮/২০৭৮/২০৮২/২০৮৩/২০১৬, নং দাগে -২১৭ নং খতিয়ানে , ২০৯৬ নং দাগে ভুক্ত জমি ক্রয়সূত্রে মালিক থাকেন রোকেয়া বেগম । বর্তমান বিএস এ দাতার নিজ নামে রের্কড মালিক থাকেন। উক্ত বিএস খতিয়ান থেকে উক্ত দাগ থেকে দাতা তাজল ইসলাম নামে মালিক থাকিয়া তিনি রোকেয়া বেগম এর কাছে ১৭ শতাংশ জমি বিক্রয় করেন। কিন্তু ভুমিদস্যু নুরে আলমগংদের লোলুপ দৃষ্টি পড়ে উক্ত জমির উপর। জবর দখল করে নেন জমিটি। একাধিক বার তাদের সাথে জমির কাগজপত্র নিয়ে বসতে বললেও তারা বসতে অস্বীকৃতি জানায়। ভুমিদস্যু নুরে আলম, শাজাহান ও খলিল মহাজনসহ তাদের দলবলেরা রোকেয়া ও তার পরিবারকে জমির কাছে গেলে হামলা হত্যা হুমকি দেয়। এতে করে ভয়ে তারা তাদের ক্রয়কৃত জমিরে ভোগদখল থেকে বঞ্চিত হয়।

রোকেয়া ও তার পরিবার জমিটি ফিরে পেতে দেশের প্রশাসন, ভোলা দায়িত্বরত নৌ-বাহিনী,কোস্টর্গাড এর হস্তক্ষেপ কামনা করেন।

উক্ত বিষয়ে বিগত ১০-১-২২সালে ভোলা মডেল থানায় লিখিত অভিযোগ দাখিল করে ভুক্তভোগী পরিবার। কিন্তু আওয়ামী লীগের ক্ষমতা দাপট দেখিয়ে দায়িত্বরত থাকা পুলিশ মেনেজ করে ফেলে ভুমি দস্যুরা।

স্থানীয় অভিযোগ সূত্রে আরো জানা যায়, নুরে আলম স্থানীয় আওয়ামী লীগের ক্ষমতা দাপট দেখিয়ে অনেকের জমি জোরপূর্বক দখল করে আছে। আওয়ামী লীগের পতনের পরে তার বিরুদ্ধে একাধিক জমি সংক্রান্ত মামলা হয়।তার পরে ও কোন এক অদৃশ্য কারনে নুরে আলমগংরা জোরপূর্বক দখল জমিগুলো ভোগ করে আসছে।

এখন আওয়ামী লীগের দাপট না থাকলেও টাকা দিয়ে সব ম্যানেজ করছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট