1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৭:০০ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় চাঁদার দাবিতে স্বামীকে বেঁধে রাতভর নির্যাতন, স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রধান আসামিসহ শ্রমিক দলের নেতা আটক জলঢাকার এক স্কুল ছাত্রের সাইকেল হারিয়ে যাওয়ায় সেই ছাত্রকে সাইকেল দিলেন ইউএনও মহোদয় জলঢাকায় জনস্বাস্থ্যর রাতের অন্ধকারে ভ্যান গাড়ি সহ ১১৮ টি পাইপ উদ্ধার  পটুয়াখালী বাস টার্মিনালের বেহাল দশা, যাত্রী দুর্ভোগ চরমে — আধুনিক টার্মিনালের আশ্বাস দিল পৌরসভা পিকেএসএফ ব্যবস্থাপনা পরিচালকের সাথে লন্ডন স্কুল অফ ইকোনোমিক্স-এর অধ্যাপকের সাক্ষাৎ $১৮.৭ বিলিয়ন ডলারে ADNOC-এর সান্তোস অধিগ্রহণ প্রস্তাব: অস্ট্রেলিয়ার জ্বালানি রূপান্তরে নতুন মোড় ২০৪০-এর জলবায়ু লক্ষ্যে প্রথমবারের মতো আন্তর্জাতিক কার্বন ক্রেডিট ব্যবহারের পথে ইউরোপীয় ইউনিয়ন এশীয় শেয়ারবাজারে মিশ্র প্রবণতা, সুদের হার ও ট্রাম্পের শুল্ক সময়সীমার চাপে দুর্বল ডলার সুদের হার কমানোর ইঙ্গিত ও ট্রাম্প বিলের প্রভাবে তিন বছরের মধ্যে সর্বনিম্নে পৌঁছেছে মার্কিন ডলার  দক্ষিণ কোরিয়ার জুন মাসের মূল্যস্ফীতি পূর্বাভাস ছাড়িয়েছে, জানুয়ারির পর সর্বোচ্চ

ভোলায় ক্ষমতার দাপট দেখিয়ে ক্রয়সূত্রের জমিতে যবর দখল

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

 

 

ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে বিগত স্বৈরসাশক আওয়ামী লীগের ক্ষমতার দাপট দেখিয়ে ক্রয়সূত্রের জমিতে যবর দখলের করে আসছে নুরে আলম শাহজাহান ,খলিল মহাজনসহ এক দল ভুমি দস্যুচক্র।

সূত্রে জানা যায়, নুরে আলম,শাজাহানসহ ভূমি দস্যুরা ভোলা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রতিকের চেয়ারম্যান জসিম উদ্দিনের কাছের লোক। সেই প্রভাব খাটিয়ে এলাকায় সন্ত্রাসের রাম রাজত্ব কায়েম করেছিল। তাদের সন্ত্রাসের ভয়ে মুখ খোলার সাহস পায়নী এলাকাবাসী।

অভিযোগ সূত্রে জানাযায়, চর রতনপুর মৌজা জে,এল নং-৭২, ২৬৮নং খতিয়ানে১৯৫৮/২০৭৮/২০৮২/২০৮৩/২০১৬, নং দাগে -২১৭ নং খতিয়ানে , ২০৯৬ নং দাগে ভুক্ত জমি ক্রয়সূত্রে মালিক থাকেন রোকেয়া বেগম । বর্তমান বিএস এ দাতার নিজ নামে রের্কড মালিক থাকেন। উক্ত বিএস খতিয়ান থেকে উক্ত দাগ থেকে দাতা তাজল ইসলাম নামে মালিক থাকিয়া তিনি রোকেয়া বেগম এর কাছে ১৭ শতাংশ জমি বিক্রয় করেন। কিন্তু ভুমিদস্যু নুরে আলমগংদের লোলুপ দৃষ্টি পড়ে উক্ত জমির উপর। জবর দখল করে নেন জমিটি। একাধিক বার তাদের সাথে জমির কাগজপত্র নিয়ে বসতে বললেও তারা বসতে অস্বীকৃতি জানায়। ভুমিদস্যু নুরে আলম, শাজাহান ও খলিল মহাজনসহ তাদের দলবলেরা রোকেয়া ও তার পরিবারকে জমির কাছে গেলে হামলা হত্যা হুমকি দেয়। এতে করে ভয়ে তারা তাদের ক্রয়কৃত জমিরে ভোগদখল থেকে বঞ্চিত হয়।

রোকেয়া ও তার পরিবার জমিটি ফিরে পেতে দেশের প্রশাসন, ভোলা দায়িত্বরত নৌ-বাহিনী,কোস্টর্গাড এর হস্তক্ষেপ কামনা করেন।

উক্ত বিষয়ে বিগত ১০-১-২২সালে ভোলা মডেল থানায় লিখিত অভিযোগ দাখিল করে ভুক্তভোগী পরিবার। কিন্তু আওয়ামী লীগের ক্ষমতা দাপট দেখিয়ে দায়িত্বরত থাকা পুলিশ মেনেজ করে ফেলে ভুমি দস্যুরা।

স্থানীয় অভিযোগ সূত্রে আরো জানা যায়, নুরে আলম স্থানীয় আওয়ামী লীগের ক্ষমতা দাপট দেখিয়ে অনেকের জমি জোরপূর্বক দখল করে আছে। আওয়ামী লীগের পতনের পরে তার বিরুদ্ধে একাধিক জমি সংক্রান্ত মামলা হয়।তার পরে ও কোন এক অদৃশ্য কারনে নুরে আলমগংরা জোরপূর্বক দখল জমিগুলো ভোগ করে আসছে।

এখন আওয়ামী লীগের দাপট না থাকলেও টাকা দিয়ে সব ম্যানেজ করছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট