ভোলায় জাতপাত ও পেশাভিত্তিক বৈষম্য নিরসন এবং দলিত জনগোষ্ঠীর আর্থ- সামাজিক উন্নয়নে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন এর আয়োজনে মঙ্গলবার বিকালে ভোলা সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন ভোলা জেলার সভাপতি চন্দ্রমহন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার দেলোয়ার হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, নাগরিক উদ্যোগের ফিল কর্ডিনেটর ও জেলা বিডিইআরএম সাধারণ সম্পাদক স্বপন কুমার দে, সাংগঠনিক সম্পাদক জীবনচন্দ্র দে সহ সদর উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ।