ঈদুল আজহার ছুটিতে পর্যটকদের উপচে পড়া ভিড়ে মুখরিত হয়ে উঠেছে দ্বীপ জেলা ভোলার বিভিন্ন বিনোদন ও পর্যটন কেন্দ্র। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঈদ উদযাপন করতে বাড়ি ফেরা মানুষের পাশাপাশি স্থানীয় দর্শনার্থীদের মিলনমেলায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে পুরো জেলায়।
সরেজমিন ঘুরে দেখা গেছে, ঈদের দীর্ঘ ছুটিকে ঘিরে পরিবার-পরিজন নিয়ে বাড়তি আনন্দ উপভোগ করতে প্রতিদিনই ভিড় করছেন সব বয়সী মানুষ। শিশু-কিশোর থেকে শুরু করে বয়স্করা পর্যন্ত মেতে উঠেছেন ঈদের বিশেষ মুহূর্তগুলোতে। কেউ কেউ উপভোগ করছেন মেঘনা নদীর তীরের ঠান্ডা বাতাস ও ঢেউয়ের ধাক্কা, কেউ আবার ছবি তুলে স্মরণীয় করে রাখছেন প্রিয়জনদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো।
বিশেষ করে তুলাতুলি, ড্রিম ল্যান্ড পার্ক, চরফ্যাশন টাওয়ার, বেতুয়া এবং ইলিশ বাড়ি পর্যটন কেন্দ্রগুলোতে চোখে পড়ার মতো ভিড় লক্ষ্য করা গেছে। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ছে ভ্রমণপিপাসুদের সংখ্যা। কেউ নাগরদোলাসহ বিভিন্ন রাইডে চড়ে আনন্দ নিচ্ছেন, কেউবা কাউকিং ও নৌকা ভ্রমণে ব্যস্ত। আবার অনেকেই দোলনায় বসে ঈদের ছুটির অনন্য মুহূর্তগুলো উপভোগ করছেন।
ঈদ উপলক্ষে এসব বিনোদন স্পটকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। পরিবেশ পরিচ্ছন্ন ও দর্শনার্থীবান্ধব রাখতে জেলা প্রশাসন ও স্থানীয় উদ্যোক্তারা নিয়েছেন নানামুখী উদ্যোগ। এতে সন্তোষ প্রকাশ করেছেন দর্শনার্থীরা।
ভোলা জেলার তুলাতুলি এলাকা থেকে পরিবারসহ ঘুরতে আসা এক দর্শনার্থী বলেন, “কর্মব্যস্ত জীবনে পরিবারকে সময় দেওয়া হয়ে ওঠে না। ঈদের ছুটিতে সন্তানদের নিয়ে মেঘনা নদীর পাড়ে সময় কাটাতে পেরে খুব ভালো লাগছে। এমন নির্মল পরিবেশ আর আনন্দঘন মুহূর্ত সত্যিই স্মরণীয়।”
জেলা প্রশাসক মো. আজাদ জাহান জানান, ঈদকে কেন্দ্র করে জেলার পর্যটন কেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দর্শনার্থীদের নির্বিঘ্নে আনন্দ উপভোগ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।
ঈদের উৎসব ও অবকাশে ভোলার পর্যটন সম্ভাবনার এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে—এমনটাই মনে করছেন স্থানীয় উদ্যোক্তা ও পর্যটন সংশ্লিষ্টরা।