1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলার বোরহানউদ্দিনে আধুনিক স্বাস্থ্যসম্মত গরু-ছাগলের হাট খুশি ক্রেতা-বিক্রেতা মনপুরায় জেলেদের জিম্মি করে চাঁদাবাজি: যুবদলের সাবেক নেতা গ্রেপ্তার সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরলেন নুরুল হক নুর হেফাজত আমিরের আহ্বান: আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীকে ভোট দেবেন না নাফ নদে আরাকান আর্মির অপহরণ-চক্র: ২৩ দিনে ৬৯ জেলে, প্রশ্ন উঠছে ‘কঠোর বার্তা’র রাজশাহীতে উদ্বোধন হলো ৩০তম আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০২৫ পটুয়াখালীতে কিশোর গ্যাং চক্রের ৪ সদস্য গ্রেফতার, অবৈধ অর্থ আদায়ের অভিযোগ রাঙ্গাবালীর সোনারচরে ফিশিং ট্রলার ডুবি, ১৪ মাঝিমাল্লা জীবিত উদ্ধার ছুটির চতুর্থ দিনেও কুয়াকাটায় পর্যটক-উচ্ছাস, শতভাগ হোটেল বুকিং তরমুজবাহী ট্রলার ডাকাতি মামলার ‘প্রধান সরদার’ কামাল গ্রেফতার

রংপুর বিভাগ কুড়িগ্রামে কুরবানির পশুর হাটে লুটপাটের মহোৎসবের সময়, ভ্রাম্যমাণ আদালতে আটক এক

মুহাম্মদ রাওফুল বরাত বাঁধন ঢালী। স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

 

 

রংপুর বিভাগ কুড়িগ্রাম উলিপুর উপজেলার থেতরাই বাজারে, কোরবানির পশুর হাটে সরকার নির্ধারিত ফি অমান্য করে, অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠে।
পরে গোপন সংবাদের ভিত্তিতে, সেনাবাহিনী, উপজেলা প্রশাসন, পুলিশ ও আনসারের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালিত হয়।
বুধবার (৪ জুন ২০২৫) বিকালে এ অভিযানে ঘটনাস্থল থেকে একজন রশিদ লেখককে আটক করা হয়েছে,এবং হাট ইজারাদারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে ।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নয়ন কুমার সাহা বলেন, “ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের খবর পেয়ে হাট ইজারাদার পালিয়ে গেলেও একজন রশিদ লেখককে আটক করা সম্ভব হয়েছে।
সরকারি নির্ধারিত ফি উপেক্ষা করে অতিরিক্ত অর্থ আদায় একটি গুরুতর অপরাধ। এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হচ্ছে, যার সর্বোচ্চ শাস্তি ১৪ বছরের কারাদণ্ড হতে পারে ।”
তিনি আরও জানান, অভিযানে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা শাহআলম খন্দকার বাদী হয়ে হাট ইজারাদার ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন।
এ প্রসঙ্গে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন,
“ঘটনার তদন্ত শেষে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়দের অভিযোগ, প্রতি কোরবানির মৌসুমেই হাট ইজারাদাররা অতিরিক্ত টাকা আদায় করে থাকেন। এতে সাধারণ ক্রেতা ও বিক্রেতারা ক্ষতিগ্রস্ত হন এবং হাটে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
এ ধরনের অনিয়ম প্রতিরোধে প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। তাঁরা হাট ব্যবস্থাপনায় নিয়মিত তদারকি এবং কঠোর আইন প্রয়োগের আহ্বান জানিয়েছেন।
গোটা রংপুর বিভাগ জুড়ে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট