1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশের নির্যাতিত সাংবাদিকর পাশে দারাতে আর্বিভাব হলো সাংবাদিক সংগঠন “সাংবাদিক ঐক্য পরিষদ (সাওপ)। মৌলভীবাজার পৌর বিএনপি’র সম্মেলন ও কাউন্সিল ২০ সেপ্টেম্বর প্রখর রৌদ্রে চা শ্রমিক ও দিনমজুররা বিপদগ্রস্ত কলেজ ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার  ট্রাম্প নীতিতে প্রভাব: ২০২৩–২০৩০ পর্যন্ত যুক্তরাষ্ট্রে সৌর স্থাপনার পূর্বাভাস ২৭% কমানো স্যামসাং ও এসকে হাইনিক্সের চীন কারখানায় চিপ সরবরাহে বার্ষিক লাইসেন্স বিবেচনা করছে যুক্তরাষ্ট্র চীনের ই-কমার্স খাতে “তাৎক্ষণিক খুচরা” দামে যুদ্ধ, ক্ষতিগ্রস্ত বড় কোম্পানিগুলো সলোমন দ্বীপপুঞ্জে প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর সম্মেলন, এজেন্ডায় নিরাপত্তা ও জলবায়ু সংকট যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে জাপানের মডেল অনুসরণ করবে দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রে, ব্যাপক অভিবাসন অভিযানে আটক কোরীয় নাগরিকদের বিষয়ে আলোচনা

গণ বন্ধু জিএম কাদেরের বাসভবনে হামলা

মুহাম্মাদ রাওফুল বরাত বাঁধন ঢালী স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

 

জাতীয় পার্টির চেয়ারম্যান গণ বন্ধু জিএম কাদেরের বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। রংপুর নগরীর সেনপাড়াস্থ স্কাই ভিউ বাসভবনে এই হামলা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) রাত পৌনে ৯টার দিকে এই হামলার ঘটনা ঘটে। বর্তমানে সেখানে সেনা মোতায়েন করা হয়েছে।
রংপুর সিটি করপোরেশনের যোগ্য মেধাবী সাবেক মেয়র এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজার রহমান মোস্তফা হামলার ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এই হামলা করেছে। এর পরপরই পাল্টাপাল্টি অবস্থান নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় পার্টির নেতাকর্মীরা। তাদের মধ্যে কয়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। এর আগে বিকেলে রংপুরে গিয়ে জি এম কাদের গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি অন্তর্বর্তী সরকার ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) চলমান বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন।
এরপর সন্ধ্যায় জিএম কাদের রংপুরে অবস্থান করার প্রতিবাদে রাত ৮টার দিকে প্রেসক্লাব চত্বরে জড়ো হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সেখান থেকে তারা জাতীয় পার্টির চেয়ারম্যান গণবন্ধু জি এম কাদেরকে গ্রেপ্তার এবং আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভ মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষন শেষে বিএনপির কার্যালয়-সংলগ্ন গ্র্যান্ড হোটেল মোড়ে এসে অবস্থান নেয়। পরে সেখান থেকে সেনপাড়ার স্কাই ভিউ বাড়ির দিকে রওনা হয়। এরপরই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। একপর্যায়ে তারা একটি মোটরসাইকেল ভাঙচুর করে ও আগুন ধরিয়ে দেন। হামলার ঘটনার পরপরই জাতীয় পার্টির নেতারা ছুটে আসে স্কাই ভিউতে। সেখানে তারা অবস্থান করছেন। জাতীয় পার্টির নেতাকর্মী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মুখোমুখি অবস্থানে চরম উত্তেজনা তৈরি হয়। এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট