পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং বিশ্বব্যাংকের অর্থায়নে RAISE প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর আয়োজন গুরু-শিষ্য এবং তরুণ উদ্যোক্তা নির্বাচনের লক্ষ্যে একটি কমিউনিটি আউটরিচ সভা জিজেইউএস হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২৫ মে, ২০২৫) সকালে জিজেইউএস-এর পরিচালক (মাইক্রোফাইন্যান্স) হুমায়ুন কবীরের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপ-পরিচালক আহসান উল্লাহ, উপ-পরিচালক (মাইক্রোফাইন্যান্স) ও RAISE প্রকল্প সমন্বয়কারী মো. জাহিদুর রহমান, প্রকল্প কর্মকর্তা আব্দুল হাই জিন্নাহ, এবং তামান্না ফেরদৌস বক্তব্য রাখেন।
সভায় বক্তারা অংশগ্রহণকারীদের প্রকল্প-সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত নির্দেশনা প্রদান করেন। এ সময় তরুণ উদ্যোক্তা, ওস্তাদ এবং শিক্ষানবিশ নির্বাচনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং উন্মুক্ত আলোচনার মাধ্যমে অংশগ্রহণকারীরা তাদের মতামত প্রকাশ করেন।