ভোলা চরফ্যশনের এওয়াজপুর ইউনিয়নে পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর আয়োজনে প্রতিবন্ধী ব্যক্তিদের সফলতা বিষয়ক একটি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মামুন হোসেন। বিশেষ অতিথি ছিলেন এওয়াজপুর ইউনিয়ন পরিষদের সচিব মো. জামাল এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পিপিইপিপি-ইইউ প্রকল্পের কারিগরি কর্মকর্তা মো. শাকিল আহমেদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন এরিয়া ইনচার্জ অর্জুন চন্দ্র দাস এবং সহকারী কারিগরি কর্মকর্তা (জীবিকায়ন) মো. রাকিব হোসেন।
অনুষ্ঠানে তিনজন সফল প্রতিবন্ধী ব্যক্তিকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।