নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এর নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং তার মুক্তির দাবীতে জলঢাকা বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জলঢাকা উপজেলা ও পৌর বিএনপিসহ এর অঙ্গসংগঠনের সার্বিক আয়োজনে গতকাল ২৯শে এপ্রিল মঙ্গলবার বিকালে পেট্রোল পাম্প থেকে এক বিক্ষোভ র্যালী বের হয় এবং র্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জিড়ো পয়েন্ট মোড়ে গিয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। পৌর বিএনপির সভাপতি রশিদুল ইসলাম বাঙ্গালী’র সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শিক্ষক ময়নুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফিরোজুল ইসলাম সেবু চৌধুরী, পৌর সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার ভুট্টু, পৌর সাংগঠনিক সম্পাদক এ.টি.এম আউয়াল বিএসসি, শ্রমিক নেতা ইউনূস আলী প্রমুখ। উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য কালে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম বলেন, আমাদের নীলফামারী জেলা বিএনপির গর্ব, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপন ভাগ্নে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রিয় আস্থাভাজন, আমাদের হৃদয়ের মনিকোঠায় স্থান পাওয়া ব্যক্তি জননেতা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ভাইয়ের নামে এই ফ্যাসিস্ট আওয়ামিলীগ সরকার মিথ্যা মামলায় কারাবন্দি হয়েছে। আমরা জলঢাকা উপজেলাবাসী ও বিএনপির পক্ষ থেকে এ মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে মামলা প্রত্যাহার করাসহ দ্রুত মুক্তি দাবী জানাচ্ছি। এর ব্যতয় হলে গোটা নীলফামারীবাসীকে নিয়ে বৃহৎ কর্মসূচীর মাধ্যমে আমাদের প্রিয় নেতাকে মুক্তি করা হবে। উল্লেখ্য, বিকাল হতে রাত ৮টা পর্যন্ত এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। তবে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি ছাড়াই সুষ্ঠু পরিবেশে সমাপ্তি হয় বিএনপির বিক্ষোভ সমাবেশ।