লালমনিরহাট জেলা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান, পরিচালনাকালীন সময়ে ৪.৫০০ কেজি পাঁচশত গ্রাম মাদকদ্রব্য গাঁজা’সহ মোট ০৪ জন মাদক কারবারি গ্রেফতার।
লালমনিরহাট জেলার পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম এর সার্বিক দিক নির্দেশনায় লালমনিরহাট কালিগন্জ গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্র কর্তৃক ১৪/০৪/২০২৫ ইং তারিখ রাত্রী ১০:০০ ঘটিকার সময় লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার গোড়ল ইউনিয়ন শিবরাম বামনটারী মৌজাস্থ শ্রী স্বপন কুমার (৩০), পিতা-শ্রী প্রফুল্ল এর বসত বাড়ির ভিতরে মোট ৪.৫ কেজি গাঁজা সহ ১. মোঃ রাসেল মিয়া (২০), পিতা-মোঃ এন্তাজ আলী, সাং- মালগাড়া বামনটারী, ২। মোঃ মনির হোসেন (২০), পিতা- মোঃ মানিক মিয়াঁ, সাং- শিবরাম, ৩। তপন কুমার (২৫), পিতা- উরফুল্ল, সাং- শিবরাম বামনটারী ৪। মোঃ আবুল হোসেন (২৪), পিতা- মৃত শুকুর আলী, পালক পিতা- মোঃ বাচ্চা মিয়াঁ, সাং- খান্ডের চওড়া, সকলের থানা- কালীগঞ্জ, জেলা- লালমনিরহাট গনকে আটক করা হয় এ বিষয় নিশ্চিত করেছেন লালমনিরহাট জেলা পুলিশ সুপার মুহাম্মদ তারিকুল ইসলাম ,
ধৃত বাকি আসামীদের ও পলাতক আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মাদককে না বলুন
মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন
পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন। যে কোনও প্রয়োজনে
জরুরি সরকারি সেবা ৯৯৯ য়ে কল করুন।