জলঢাকা উপজেলার কালীগঞ্জ বাজারে শফিকুর রহমান সাদেক ব্যবসায়ীক দের কাছে থেকে বি এন পির নেতা পরিচয়ে চাঁদাবাজি ও অত্যাচারের বিরুদ্ধে মানববন্ধন করেছে কালিগঞ্জ বাজারের বণিক সমিতির সদস্য ও ব্যবসায়ীরা। ১০ এপ্রিল শনিবার দুপুরে কালিগঞ্জ বাজার এলাকায় এই মানববন্ধন করেন, সাইদুল ইসলাম, ওমর ফারুক, লিটন ইসলাম,নজরুল ইসলাম, আতিকুল ইসলাম মিঠু সহ এলাকাবাসী ও বনিক সমিতির সদস্য ব্যবসায়িরা।
বক্তারা জানান এই শীর্ষ সন্ত্রাসী চাঁদাবাজ সাদেকের অত্যাচার হইতে সাধারণ জনগন ব্যবসায়িকরা মুক্তি কামনা করে তাহার যথাযথ শাস্তির দাবি জানান।মানববন্ধনে কালিগঞ্জ এলাকার ব্যবসায়ী নজরুল ইসলাম জানান সন্ত্রাসী ওই সাদেকের অদৃশ্য শক্তি বলে জলঢাকা থানাধীন কালিগঞ্জ এলাকার মানুষের জনজীবন অতিষ্ট হয়ে পড়েছে। এছাড়াও এই চাঁদাবাজির বিরুদ্ধে থানায় বিভিন্ন ধরনের চাঁদাবাজি টেন্ডারবাজি ও জমি দখলের অভিযোগ রয়েছে।
ব্যবসায়ীরা মানববন্ধন শেষে জলঢাকা থানায় এলে, জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরজু মো: সাজ্জাদ হোসেন জানান, আমরা এই বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি, তবে লেখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।