1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৭:১০ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক ও জাতীয় যুব দিবস উদযাপিত মার্কিন-চীন শুল্ক বিরতি আরও ৯০ দিন বাড়ল, শুল্ক বৃদ্ধির আশঙ্কা সাময়িকভাবে কাটল ২৫ আগস্ট নিরাপত্তা ও অর্থনীতি ইস্যুতে ট্রাম্প-লি প্রথম শীর্ষ বৈঠক করবেন মার্কিন মুদ্রাস্ফীতি ডেটার আগে স্বর্ণের দামে সামান্য বৃদ্ধি মার্কিন-চীন শুল্কবিরতি বাড়ায় এশীয় শেয়ারবাজারে উল্লম্ফন অ্যাপ স্টোর র‌্যাংকিংয়ে পক্ষপাতের অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে মাস্কের xAI মার্কিন-চীন শুল্কবিরতি ৯০ দিন বাড়ায় তেলের দামে বৃদ্ধি কুলাউড়ায় বিপুল পরিমাণ এসকপ কোডিনসহ আটক-১ পটুয়াখালীতে মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের এডহক কমিটির সৌজন্য সাক্ষাৎ জামায়াতের ৩০০ আসনের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত: ড. শফিকুল ইসলাম মাসুদ

২১ বছর পর প্রেমের টানে ডেনমার্ক থেকে বরগুনায় ফিরে এলেন রুমানা মারিয়া

বরগুনা প্রতিনিধি:
  • প্রকাশিত: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে


ভালোবাসা কি শুধু কিছু মুহূর্তের অনুভব? নাকি তা সময় ও দূরত্ব পেরিয়েও বেঁচে থাকে চিরকাল? এমনই এক বাস্তব প্রেমকাহিনির সাক্ষী হয়েছে বরগুনা, যেখানে দীর্ঘ ২১ বছর পর ফেসবুকের মাধ্যমে খুঁজে পাওয়া ভালোবাসার মানুষকে ফিরে পেতে সুদূর ডেনমার্ক থেকে বাংলাদেশে ছুটে এসেছেন ডেনিশ নাগরিক রুমানা মারিয়া। আর তাকে বরণ করতে ঢাকায় ছুটে যান প্রেমিক মাহবুবুল আলম মান্নু।

১৯৯৭ সালে ডেনমার্কে পরিচয়, তারপর প্রেম আর বিয়ে—এই গল্প শুরু হয়েছিল নব্বইয়ের দশকে। জীবিকার তাগিদে ডেনমার্কে পাড়ি জমিয়েছিলেন বরগুনার তরুণ মান্নু। সেখানে এক বন্ধুর ফাস্টফুড দোকানে পরিচয় হয় রুমানা মারিয়ার সঙ্গে। প্রথমে বন্ধুত্ব, পরে প্রেম, এবং একসময় তারা বিয়েও করেন।

স্ত্রীর ইচ্ছায় একই বছর বাংলাদেশে ফিরে বরগুনায় জীবন শুরু করেন এই দম্পতি। ‘আকন ডায়াগনস্টিক সেন্টার’ নামে একটি প্রতিষ্ঠান খুলে দরিদ্র মানুষের সেবায় কাজ শুরু করেন তারা। তবে রাজনৈতিক ও স্থানীয় চাপের কারণে সেই প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে রুমানাকে বাধ্য হয়ে ডেনমার্কে ফেরত পাঠাতে হয় মান্নুকে। ধীরে ধীরে কমতে থাকে যোগাযোগ, অবশেষে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে পড়ে। রুমানা পরে আরেকটি সম্পর্কে জড়ালেও তা টেকেনি।

প্রায় দুই দশক পর, ২০২4 সালের জানুয়ারিতে হঠাৎই ফেসবুকে খুঁজে পাওয়া মান্নুকে চিনে ফেলেন রুমানা। শুরু হয় কথা, যোগাযোগ, অতীতের স্মৃতিচারণ। অবশেষে ১০ এপ্রিল, মাত্র দশ দিনের ছুটি নিয়ে রুমানা মারিয়া আবার ছুটে আসেন তার ভালোবাসার মানুষের কাছে। ঢাকায় দেখা করে দুজন ফিরে যান বরগুনায়, এবং সেদিনই আসরের নামাজের পর এক লক্ষ টাকা দেনমোহরে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হন এই যুগল।

বিয়ে সম্পন্ন হয় মাহবুবুল আলম মান্নুর নিজ বাড়িতে, যেখানে উপস্থিত ছিলেন আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও বরগুনা রিপোর্টার্স ইউনিটির সদস্যরা। মান্নু বর্তমানে দৈনিক আমাদের সময়ের বরগুনা প্রতিনিধি এবং রিপোর্টার্স ইউনিটির সভাপতি।

মান্নু বলেন, “তিন বছর পরেও যখন আমাদের কথা বন্ধ হয়ে গিয়েছিল, তখনও বিশ্বাস ছিল, একদিন না একদিন দেখা হবেই। এবার দেখা হলো, আবার ঘর হলো। ডেনমার্কের অ্যাম্বাসির সঙ্গে কথা হয়েছে, ম্যারেজ সার্টিফিকেট জমা দিলে সে বাংলাদেশে দীর্ঘদিন থাকার অনুমতি পাবে। আর যদি আমি তার সঙ্গে ডেনমার্কে যাই, তাতেও তার কোনো আপত্তি নেই।”

এই ঘটনা আবারও প্রমাণ করল, প্রেম কখনোই হার মানে না সময় বা দূরত্বের কাছে। ভালোবাসার টানে, যেখানে ইচ্ছা, সেখানেই পথ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট