বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) প্রতিষ্ঠাতা, আধুনিক ভোলার রূপকার, অবিভক্ত ঢাকা সিটির প্রথম মেয়র ও সাবেক মন্ত্রী মরহুম নাজিউর রহমান মঞ্জুরের ১৭তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
রবিবার বাদ আসর ভোলা শহরের উকিল পাড়াস্থ নিজ বাসভবন “শান্ত নীড়ে” মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। জেলা জাতীয় পার্টির (বিজেপি) উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক রাইসুল আলম, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হারুন অর রশিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা উত্তর শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজি এবং সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম তারেকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ তার বক্তব্যে মরহুম নাজিউর রহমান মঞ্জুরের রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি বলেন, “আমার পিতা দেশ ও জাতির কল্যাণে যে অবদান রেখে গেছেন, তা জাতি চিরকাল মনে রাখবে।” পাশাপাশি তিনি সকলের কাছে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা বনী আমিন। এর আগে সকালে পবিত্র কোরআন খতম ও মরহুমের কবর জিয়ারত করা হয়।