1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৩:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় যৌথ বাহিনীর অভিযানে ৬টি হাতবোমা ও ৫টি দেশীয় অস্ত্রসহ আটক -১ চরফ্যাশনের বিচ্ছিন্ন দ্বীপে অর্থনীতি ও পর্যটনে নতুন দিগন্ত এমপিও নামক সোনার হরিন কি আদৌ মিলবে? ভোলায় বাস ও সিএনজি শ্রমিকদের দ্বন্দ্বে আবারও অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ নীলফামারীর কিশোরগঞ্জে অস্ত্রসহ কথিত এক ভূয়া সমন্বয়ক গ্রেফতার ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত। ভোলায় মা ও শিশু স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন জলঢাকায় প্রধান শিক্ষিকার অপসারণের দাবিতে বিক্ষোভ ওস্মারক লিপি প্রদান ও অবস্থান কর্মসূচি ভোলার লালমোহনে ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ভোলায় বোরো ধান কাটার ‘মাঠ দিবস’ উদযাপন

ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ইতিবাচক: বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

 

ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা অত্যন্ত ইতিবাচক এবং তা দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের ইউনুস সরকারের মধ্যে যেসব গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে, তা ভবিষ্যতে আমাদের দেশের জন্য সুফল বয়ে আনবে। আমরা আশাবাদী, এ আলোচনা দুই দেশের পারস্পরিক উন্নয়ন ও সহযোগিতাকে আরও গভীর করবে।”

শনিবার (৫ এপ্রিল) দুপুরে নিজ নির্বাচনী এলাকা ভোলায়, ঢাকা সিটির সাবেক মেয়র ও জাতীয় নেতা মরহুম নাজিউর রহমান মঞ্জুর ১৭তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিতে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

বিজেপি চেয়ারম্যান আরও বলেন, “দেশে বড় সংস্কারগুলো এখন সময়ের দাবি। সেগুলো বাস্তবায়নে আমরা ইউনুস সরকারকে সমর্থন দিচ্ছি। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন বিষয়ে আমরা আশাবাদী। আগের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে বিজেপি অনেক বেশি সংগঠিত ও শক্তিশালী।”

তিনি জানান, আগামী জুন মাস থেকেই প্রার্থী নির্বাচনের বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে। “ভবিষ্যতের নির্বাচন ও প্রার্থী নির্ধারণ সম্পূর্ণভাবে নির্ভর করবে প্রয়োজনীয় সংস্কারের উপর। বিশেষ করে, যেসব সংস্কার নিয়ে জাতীয় ঐক্যমত রয়েছে, সেগুলো অবিলম্বে বাস্তবায়ন হওয়া উচিত।”

আন্দালিব রহমান পার্থ বলেন, “বিগত সময়ের অভিজ্ঞতা থেকে প্রমাণিত হয়েছে, প্রয়োজনীয় সংস্কারের অভাবেই নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ হয়েছে। জনগণের ভোটাধিকার ও প্রত্যাশা রক্ষা করতে হলে গণতন্ত্রের ভিত্তি মজবুত করা আবশ্যক। এজন্য নির্বাচনমুখী সংস্কার এখন সময়ের দাবি।”

স্থানীয় সরকার ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশের সার্বিক উন্নয়নের জন্য স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। প্রয়োজনীয় বরাদ্দ সরাসরি স্থানীয় সরকার প্রতিনিধিদের হাতে তুলে দিতে হবে, যেন তারা নিজ নিজ এলাকার উন্নয়নে তা কাজে লাগাতে পারেন।”

এর আগে, হাজারো দলীয় নেতাকর্মী ও সমর্থক প্রিয়নেতা আন্দালিব রহমান পার্থকে বরণ করতে ভোলার ইলিশা লঞ্চঘাটে সমবেত হন। উপস্থিত জনতার আবেগঘন ভালোবাসা ও স্লোগানে পরিবেশ এক স্মৃতিময় দৃশ্যে পরিণত হয়।

রবিবার (৬ এপ্রিল) মরহুম নাজিউর রহমান মঞ্জুর ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার স্মরণে দোয়া মাহফিল, কবর জিয়ারতসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট