1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৩:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২১৩ জন তুরস্কের তেকিরদাগে খরার কারণে জলাধার শূন্য, জরুরি পানি সীমাবদ্ধতা জারি এআই মানুষের বেশিরভাগ কাজ প্রতিস্থাপন করবে, কিন্তু তারপর কী? যুক্তরাজ্যের অফিস স্পেস প্রদানকারী আইডব্লিউজি’র বার্ষিক মুনাফা পূর্বাভাসের নিম্ন প্রান্তে চীনের জানুয়ারি-জুলাইয়ে রাজস্ব আয় ০.১% বৃদ্ধি পেয়েছে পটুয়াখালীতে বর্ণিল আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দশমিনায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু পবিপ্রবিতে কোটি টাকার লোন কেলেঙ্কারি, দুদকের অভিযান কসমেটিকস পণ্যের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি: ভোক্তাদের ভোগান্তি, ব্যবসায়ীদের ক্ষোভ পবিপ্রবিতে কম্বাইন্ড ডিগ্রি আন্দোলন সমাধানে কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভোলায় পরিবেশের বান্ধব ও স্বাস্থ্য সম্মত ভাবে বাড়ির আঙিনায় চলছে শুঁটকি উৎপাদন: নতুন আশার আলো

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

ভোলা জেলার বিভিন্ন এলাকায় এখন গৃহস্থালি পর্যায়ে ক্ষুদ্র পরিসরে শুঁটকি উৎপাদনের এক নতুন জাগরণ দেখা যাচ্ছে। বাড়ির আঙিনায় বাড়ির ছাদে ছোট ছোট শুঁটকি মাচায় মশারি দিয়ে মাছ শুকিয়ে প্রক্রিয়াজাত করা নারিরা। এই উদ্যোগে একদিকে যেমন পরিবারের অতিরিক্ত আয়ের সুযোগ সৃষ্টি হচ্ছে, তেমনি পরিবারের সদস্যরা পরিবেশবান্ধব উপায়ে তৈরি বিষ ও কেমিক্যালমুক্ত স্বাস্থ্যকর শুঁটকি খেতে পারছেন। এমনি একটি গ্রাম বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন।
পল্লিকর্ম-সহায়ক ফাউন্ডেশনের মৎস্য ইউনিটের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এই পদ্ধতির বিস্তার ঘটিয়েছে নারিদের মধ্যে। । গ্রামীন জন উন্নযন সংস্থার মৎস্য কর্মকর্তা আরিফুজ্জামান জানান, “আমাদের প্রশিক্ষণ ও সহযোগিতার মাধ্যমে প্রকল্প এলাকার মানুষ এখন স্বাস্থ্যসম্মত উপায়ে পরিবেশের ক্ষতি না করে শুঁটকি উৎপাদন করছে। এতে তাদের জীবিকায়ন যেমন সমৃদ্ধ হচ্ছে, তেমনি স্থানীয় বাজারেও এই স্বাস্থ্যকর শুঁটকির চাহিদা বৃদ্ধি পাচ্ছে।”
ভোলার কালিনাথ রায়ের বাজারের শুঁটকি বিক্রেতা মো. হোসেন পালোয়ান জানান, “এখন বিষ ও ক্যামিক্যালমুক্ত শুঁটকির চাহিদা বেশি, যা মশারির মতো জাল দিয়ে ঢেকে প্রস্তুত করা হয়। এতে মাছ পোকামাকড় থেকে সুরক্ষিত থাকে এবং স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষিত হয়।” শুঁটকি বিক্রেতা মো. ইউনুস বলেন, “আগে খোলা জায়গায় শুঁটকি তৈরি করায় ধুলাবালি ও পোকামাকড়ের ঝুঁকি ছিল। কিন্তু এখন নতুন ভাবে মশারির মতো নেট দিয়ে ঢেকে শুঁটকি উৎপাদন করছে, যা অনেক বেশি নিরাপদ ও মানসম্মত।”
বোরহানউদ্দীনের সাচারার উদ্যোক্তা রাহেলা বিবি বলেন, “আগে খোলা জায়গায় শুঁটকি তৈরি করতাম, নানা ধরনের মশা-মাছি ও পাখির বিরক্তি ছিল। এখন শুধু হলুদ ও লবণ মাখিয়ে মশারি দিয়ে ঢেকে শুঁটকি করি, এতে রাসায়নিক ও বিষমুক্ত পদ্ধতিতে শুঁটকি উৎপাদন করতে পারছি।”
উদ্যোক্তা রিনা আক্তার জানান, “শুঁটকির মাচা থেকে চলতি বছরে ৫০ হাজার টাকা আয় করেছি। এই আয় দিয়ে সংসার চালাচ্ছি, সন্তানদের লেখাপড়ার খরচ জুগিয়েছি। এই শুঁটকি আমাদের জীবনে নতুন আশার আলো এনেছে।”
ভোলা মৎস্য অধিদপ্তরের খামার ব্যবস্থাপক এইচ.এম. জাকির হোসেন বলেন, “ভোলা মৎস্য উৎপাদনে সারপ্লাস প্রোডাকশনে আছে, যা ভোলার মৎস্য চাহিদা মেটানোর পরও বিভিন্ন জায়গায় রপ্তানি হয়। ভোলার কিছু ক্ষুদ্র মৎস্য চাষি ও আহরণকারীরা আধুনিক শুঁটকি উৎপাদনের সাথে যুক্ত আছে। আশা করা যাচ্ছে, তারা এর মাধ্যমে বেশ ভালো লাভবান হতে পারবে।”
শুঁটকি উৎপাদনের এই নতুন পদ্ধতি ভোলার অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী। শুঁটকির ঘ্রাণে ভাসবে ভোলার আঙিনা, নতুন স্বপ্নে উদ্ভাসিত হবে এখানকার প্রতিটি পরিবার।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট