1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ০৭ মে ২০২৫, ০৩:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রাণিসম্পদ উন্নয়নে আন্তঃদেশীয় সহযোগিতার নতুন অধ্যায় পাকিস্তানে জিজেইউএস প্রতিনিধি দলের সফর ভোলায় বোরো ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা ভোলায় যৌথ বাহিনীর অভিযানে ৬টি হাতবোমা ও ৫টি দেশীয় অস্ত্রসহ আটক -১ চরফ্যাশনের বিচ্ছিন্ন দ্বীপে অর্থনীতি ও পর্যটনে নতুন দিগন্ত এমপিও নামক সোনার হরিন কি আদৌ মিলবে? ভোলায় বাস ও সিএনজি শ্রমিকদের দ্বন্দ্বে আবারও অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ নীলফামারীর কিশোরগঞ্জে অস্ত্রসহ কথিত এক ভূয়া সমন্বয়ক গ্রেফতার ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত। ভোলায় মা ও শিশু স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন জলঢাকায় প্রধান শিক্ষিকার অপসারণের দাবিতে বিক্ষোভ ওস্মারক লিপি প্রদান ও অবস্থান কর্মসূচি

ভোলার চরসামাইয়ায় পূর্ব শত্রুতার জের ধরে বৃদ্ধকে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা

ভোলা প্রতিনিধি।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে এক বৃদ্ধকে পিটিয়ে গুরুতর আহত করেছে তারই দুই আপন ভাতিজা অহিদুল ও রাজিব। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। ভূক্তভোগীদের অভিযোগ সূত্রে জানাগেছে, ওই এলাকার নুরুল ইসলাম চরসামাইয়া ১নং ওয়ার্ডে ক্রয় ও পৈত্রিক সূত্রে জামির মালিক হয়ে দীর্ঘদিন যাবৎ ঘর-দরজা, বাগান বাগীচা সৃজন করে পরিবার নিয়ে শান্তিপূর্ণ ভবে বসবাস করে আসছিলো। কিছুদিন পূর্বে তার ভোগ দখলীয় জমি ও বসত ভিটার উপর লোলুপ দৃষ্টি পরে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও ভূমিদস্যু চক্রের সদস্য সুধ ব্যবসায়ী অহিদুল ও তার ভাই রাজিবের। বিগত দিনে অহিদুল ও রাজিব তার আপন চাচা নুরুল ইসলামকে তার ভোগ দখলীয় জমি হতে উৎখাত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রের জাল বুনতে থাকে। কোন ভাবেই আহিদুল ও রাজিব তার আপন চাচাকে এলাকা ছাড়া করতে না পেরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তারা দুজন চাচা নুরুল ইসলামের উপর হামলা চালিয়ে তাকে গুরুতর জখম করে। প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২৪ ফেব্রুয়ারী ২০২৫ সকাল ১১টারদিকে বাক বিতন্ডের এক পর্যায়ে অহিদুল ও রাজিব তার বৃদ্ধ চাচাকে লাঠি ও লোহার রট দ্বারা এলোপাথারী পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানরীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। স্থানীয় সূত্রে আরো জানাগেছে, কিছুদিন পূর্বেও সন্ত্রাসী অহিদুল ও রাজিব নুরুল ইসলামের ছেলে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের চরসামাইয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে পিটিয়ে গুরুতর জখম করলেও এখন পর্যন্ত সে কোন বিচার পায়নি। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেণ আহত নুরুল ইসলাম ও তার পরিবার। এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তারা অভিযোগ অস্বীকার করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট