রাতের আধারে কৃষকের ক্ষেতের করলা ক্ষেত বিনষ্ট করে ফেলেছে দুবৃত্তরা। এতে ওই কৃষকের ২ লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে কে বা কারা এ কাজ ঘটিয়েছে তা নিশ্চিত করে বলতে পারছেনা ক্ষতিগ্রস্ত কৃষক।
এদিকে, কষ্টার্জিত ফসল হারিয়ে চরম হতাশায় ভুগছেন কৃষক আঃ মজিদ হাওলাদার।
শুক্রবার (২১ ফ্রেব্রুয়ারী) দিবাগত রাতের যে কোন সময় ভোলা ও বরিশাল সীমমান্তবর্তী গাগুরিয়া চরে এ অমানবিক ঘটনা ঘটে। সব হারিয়ে নিঃস্ব হতে চলছেন কৃষদ মজিদ।
ক্ষতিগ্রস্ত কৃষক আঃ মজিদ বলেন, এ বছর রবি মৌসুমে তিনি ৫লাখ টাকা খরচ করে ৪ একর জমি লগ্নি করেছেন। যারমধ্যে ৩ একর জমিতে রেখা এবং ১ একর জমিতে করলার আবাদ করেছেন।
যারমধ্যে ৩৫ হাজার টাকার করলা স্থানীয় বাজারে বিক্রি করেছেন। অবশিষ্ট ২ লাখ টাকার করলা ক্ষেতে বিক্রির জন্য অপেক্ষমান ছিলো…