সোনার জমিনে ফুটিয়াছে ওরে
লক্ষ কোটি ফুল,
একখানা বুরা ভোমর কামুড়াচ্ছে
সকল ফুলে করিতেছে
মধু হরণ, সে করিতেছে যে মহা ভুল।
,সব ফুল ঝরেই যাবে
কোনও ফুলে হইবেনা আর বীজ,
বাগান মোদের ঢংশো হইবে
হইয়া যাবে বিলীন।
সজাগ দৃষ্টি নষ্ট বাগান,
কে হইবে যে মালি?
সকলের পেটে পোকা কামড়ায়,
সকলি যে অনাহারী,
বাতাসে উড়ছে পঁচা গন্ধ,
দেখার কেহ নাই!
আকাশে উড়িতেছে চীল শকুন,,
মন বলিতেছে ওরে বাপু,
আর তোদের বাঁচার পথ নাই,
সকলের পেটে পোকা কামড়ায়,,
আহা রবের পক্ষ হইতে,
কে যে কাকে খাইতেছে,
আহা নিজের শিকার ভেবে,
জাত ভেত ভুলো নারে,
ভুলোনা হারাম হালাল,
পরকাল বলতে কিছু আছে,
কলব রাখো সজাগ।
আহারে কলব রাখিও সজাগ।